Vande Bharat Sleeper Train Update: ‘পরীক্ষা’-য় বসবে বন্দে ভারত স্লিপার ট্রেন!রওনা চেন্নাই থেকে, কোথায় ট্রায়াল হবে? Updated: 18 Dec 2024, 04:59 PM IST Ayan Das বন্দে ভারত স্লিপার ট্রেনের ট্রায়াল হতে চলেছে বলে একাধিক রিপোর্টে জানানো হল। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব অবশ্য কোথায় ট্রায়াল হবে, সে বিষয়ে কিছু জানাননি। তিনি আপাতত একটা সুখবর দিয়েছেন। আর তারইমধ্যে বন্দে ভারত স্লিপার ট্রেনের নয়া ছবি দেখে নিন।