Azim Premji gifts ₹500 cr shares to sons: একেই বলে উপহার! দুই ছেলেকে ৫০০ কোটি টাকার শেয়ার গিফট উইপ্রোর আজিম প্রেমজির Updated: 25 Jan 2024, 09:58 AM IST Ayan Das দুই ছেলেকে ৫০০ কোটি টাকা মূল্যের শেয়ার উপহার দিলেন উইপ্রোর প্রতিষ্ঠাতা আজিম প্রেমজি। দু'জনকে মোট ১০২ কোটি শেয়ার দিয়েছেন। আর সেটার মূল্য হল ৫০০ কোটি টাকা। যা দেখে চক্ষু চড়কগাছ হয়ে যাওয়ার কথা যে কোনও সাধারণ ব্যক্তির।