Australian Open: অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডের ম্যাচে ভারতীয় বংশোদ্ভূত নীশ𓆉েষ বাসবরেড্ডিকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠলেন নোভাক জকোভিচ। তবে এই যাত্রাটা মোটেও জকোভিচের কাছে সহজ ছিল না। কারণ প্রথম রাউন্ডের ওপেনারে শক্তিশালী শুরু করেছিলেন নীশেষ বাসবꦅরেড্ডি।
প্রথম সেটে নোভাক জকোভিচকে হারিয়ে দিয়ে এগিয়ে গিয়ে🐈ছিলেন ১৯ বছর বয়সি একজন আমেরিকান টেনিস খেলোয়াড়। তবে এর পরে চোট সমস্যায় পড়ে তিনি। এদিকে দারুণ ভাবে প্রত্যাবর্তন করেন সার্বিয়ান তারকা। শেষ পর্যন্ত ম্যাচটি জেতেন তিনি। এই ম্যাচের ফল ছিল ৬-৪, ৩-৬, ৪-৬, ২-৬।
আরও পড়ুন… IND vs ENG T20I: কবে, কখন, কোথা থেকে পাওয়া যাবে ইডেন ♊ম্যাচের টিকিট? দাম কত করা হয়েছে?
শুরুটা দারুণ করেছিলেন ভারতীয় বংশোদ্ভূত নীশেষ বাসবরেড্ডি-
নো♍ভাক জকোভিচ এই ম্যাচের চতুর্থ সেটটি খুব সহজেই জেতেন এবং ম্যাচ শেষ করেন। এর ফলে তিনি পরবর্তী র🌼াউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছেন। প্যারিস ২০২৪ অলিম্পিক্সের স্বর্ণপদক বিজয়ী তৃতীয় সেট ৬-৪ ব্যবধানে জিতে ২-১ লিড নেন। বিশ্ব র্যাঙ্কিংয়ে ৭ নম্বরে থাকা জকোভিচ দ্বিতীয় সেট ৬-৩ ব্যবধানে জিতেন এবং এই ম্যাচে সমতায় ফেরেন।
দ্বিতীয় সেট থেকেই খোঁড়াতে শুরু করেন নীশেষ বাসবরেড্ডি ছন্দে ফেরেন নোভাক জকোভিচ-
নোভাক জকোভিচের প্রতিপক্ষ দ্বিতীয় সেটের পর খোঁড়াতে শুরু কꦿরেন এবং গতি হারান। আসলে প্রথম সেট হারানোর পর, জকোভিচ দ্বিতীয় সেটে তার খেলার গতি বাড়ান, কিন্তু ১৯ বছর বয়সি ভারতীয় বংশোদ্ভূত আ𝕴মেরিকান খেলোয়াড়ের বিরুদ্ধে ম্যাচে ফিরে আসেন। ম্যাচের একটা পর্যায়ে দ্বিতীয় সেট ৩-৩ এ পৌঁছে যায়। কিন্তু তারপর ক্লান্তি এবং অবসাদ নীশেষ বাসবরেড্ডিকে গ্রাস করে। ফলে জকোভিচ দ্বিতীয় সেট ৬-৩ ব্যবধানে জিতে যান।
আরও পড়ুন… ভিডিয়ো: কাঁধে কাঁধে ধাক্কা, তারপর… BPL-এ মাঠেই🥂 বাংলাদেশ ও পাকিস্ℱতান ক্রিকেটারের ঝামেলা
সকলকে অবাক করে দেন নীশেষ বাসবরেড্ডি-
নীশেষ বাসবরেড্ডি প্রথম সেটে জকোভিচকে চমকে দেন, ৬-৪ ব্যবধানে সেটটি জিতে নেন। রড লেভার অ্যারেনায় তখন সকলেই অবাক হয়ে গিয়েছিলেন। অনেকেই ভেবেছিলেন হয়তো এবার চলতি অস্ট্রেলিয়ান ওপেনের সবথেকে বড় অঘটন ঘটতে চলেছে। সার্বিয়ান খে♉লোয়াড় প্রথম সেটে কিছুটা অস্বস্তিতে ছিলেন, এবং আমেরিকান খেলোয়াড় তার সুযোগটি⭕ কাজে লাগান। কিন্তু দ্বিতীয় সেটে জকোভিচ তার খেলার ছন্দ ফিরে পান।
আরও পড়ুন… BGT 202🐈4-25: হ♍ারের পরেও এই সিরিজ জীবন বদলে দিয়েছে- দেশে ফিরে সফরের অভিজ্ঞতা শেয়ার করলেন নীতীশ
নীশেষ বাসবরেড্ডি কে?
নীশেষ বাসবরেড্ডি মেলবোর্নে একটি ওয়াইল্ডকার্ড এন্ট্রি পেয়েছিলেন, এবং একটি জয় তার জন্য বিশাল হত। তবে জকোভিচের বিরুদ্ধে প্রথ সেট জেতাও কম কিছুর নয়। নীশেষ বাসবরেড্ডির বাবা-মা ১৯৯৯ সালে অন্ধ্রপ্রদেশ থেকে সান ফ্রান্সিসকো চলে আসেন। তিনি ক্যালিফোর্নিয়ায় জন্মগ্রহণ করেন এবং ব্রায়ান স্মিথের কোচিং ক্যাম্পে প্রশিক্ষণ নেন, রাজীব রাম তার মেন্টর। জুনিয়র স্তরে তার সর্বোচ্চ র্যাঙ্কিং ছিল ৩ নম্বরে। নীশেষ বাসবরেড্ডি এখনও পুরো ATP ট্যুর মরশুম খেলেননি এবং গত বছর নেক্সট জেন ATP ফাইনালে যোগ্যতা অর্জনের পর পেশাদার খেলোয়াড় হিসেবে আত্মপ্রকাশ করেন। তিনি ২০২৩ সালে ফেয়ারফিল্ড চ্যা🌞লেঞ্জারে তার প্রথম প্রতিযোগিতামূলক ফাইনালে পৌঁছান এবং🍸 ২০২৪ সালে ফেয়ারফিল্ড এবং চার্লস্টনে চ্যালেঞ্জার ইভেন্টে ফাইনালে হেরে যান।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।