বিশ্বকাপের সূচি ঘোষিত হওয়ার পর থেকে ভারতীয় ক্রিকেটমহলে জোর চর্চা চলছে ম্য়াচ কেন্দ্র নির্বাচন নিয়ে। বিতর্ক দেখা দিয়েছে ভারতীয় ক্রিকেট মানচিত্রের বেশ কয়েকটি পরিচিত শহর উপেক্ষিত হওয়ায়। স্বাভাবিকভাবেই যে সব শহর বিশ্বকাপের ম্যাচ পায়নি, বিসিসিআইয়ের দিকে সমালোনার তির ধেয়ে আসছে সেখান থেকেই।
এমন গুঞ্জনও শোনা যাচ্ছে যে, রাজনৈতিক হস্তক্ষেপেই বিশ্বকাপের ম্যাচ কেন্দ্র থেকে বাদ পড়েছে মোহালির মতো স্টেডিয়াম। সূচি ঘোষণার পরের দিনই বিতর্কে জল ঢালতে আসরে নামলেন বিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা। কেন মোহালির মতো কেন্দ্রে বিশ্বকাপের কোনও ম্যাচ দেওয়া হয়নি, সেটাই স্পষ্ট করেন শুক্লা। তিনি নস্যাৎ করেন রাজনৈতিক হস্তক্ষেপের প্রসঙ্গ।
বিসিসিআই বিশ্বকাপের ম্যাচগুলি আয়োজনের জন্য ১০টি শহরকে বেছে নিয়েছে। আমদাবাদ, মুম্বই, পুণে, হায়দরাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু, কলকাতা, দিল্লি, ধরমশালা ও লখনউয়ে খেলা হবে মূলপর্বের ম্যাচগুলি। হায়দরাবাদ, তিরুবনন্তপুরম ও গুয়াহাটিতে খেলা হবে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচগুলি। তালিকায় উল্লেখযোগ্য অনুপস্থিতি হল মোহালি, ইন্দোর, রাজকোট, রাঁচি ও নাগপুর।
সমালোচকদের মোক্ষম জবাব দিয়ে শুক্লা এএনআইকে বলেন, ‘গতবছর মোহালিকে বিরাট কোহলির ১০০তম টেস্ট ম্যাচ দেওয়া হয়েছিল। মোহালির মাল্লানপুর স্টেডিয়াম এখনও তৈরি হচ্ছে। যদি সম্পূর্ণ প্রস্তুত হয়ে যেত, তবে ওখানে বিশ্বকাপের ম্যাচ দেওয়া যেত। মোহালির বর্তমান স্টেডিয়াম আইসিসির যোগ্যতামান পেরোতে ব্যর্থ। সেই কারণেই ওখানে কোনও ম্যাচ দেওয়া হয়নি।’
আরও পড়ুন:- নেটে ধোনির বলে আউট হলে দেড় মাস বসা যেত না ক্যাপ্টেনের পাশে, মজাদার কাহিনি শেয়ার করলেন রায়না
বোর্ড কর্তা আরও বলেন, ‘তার মানে এই নয় যে, ওখানে কোনও ম্যাচ দেওয়া হবে না। রোটেশন পদ্ধতিতে দ্বিপাক্ষিক সিরিজের ম্যাচ দেওয়া হবে মোহালিতে। পছন্দ-অপছন্দ অনুযায়ী কোথাও বিশ্বকাপের ম্যাচ দেওয়া হয়নি। ম্যাচ কেন্দ্র নির্বাচনের ক্ষেত্রে আইসিসির সম্মতির দরকার। ত্রিবান্দমে প্রথমবারের জন্য বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ দেওয়া হয়েছে। দেশের কোনও অংশকেই বাদ দেওয়া হয়নি। বিস্তর আলাপ-আলোচনার পরেই স্টেডিয়াম বেছে নেওয়া হয়েছে। এমনকি উত্তর-পূর্বাঞ্চলের গুয়াহাটিতেও প্রস্তুতি ম্যাচ দেওয়া হয়েছে।’
আরও পড়ুন:- চোট পেয়ে যন্ত্রণাকাতর ব্যাটারকে রান-আউট করল আয়ারল্যান্ড, নিয়মবিরুদ্ধ না হলেও প্রশ্ন উঠবে ক্রিকেটের স্পিরিট নিয়ে- Video
উল্লেখ্য, এবছর বিশ্বকাপের উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। এছাড়া ভারত-পাকিস্তান হাই-ভোল্টেজ ম্যাচটিও খেলা হবে সেখানেই। ২টি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম ও কলকাতার ইডেন গার্ডেন্সে। একমাত্র হায়দরাবাদ ছাড়া বাকি ৯টি স্টেডিয়ামে একটি করে লিগের ম্যাচে মাঠে নামবে টিম ইন্ডিয়া। ফাইনালে উঠলেও ৯টি স্টেডিয়ামেই সীমাবদ্ধ থাকবে ভারতের বিশ্বকাপ অভিযান।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।