টেনিসে অ্যান্টি ডোপিং প্রোটোকলের সংস্কারের দাবি জানালেন নোভাক জকোভিচ। সম্প্রতি জ্যানিক সিনার এবং ইগা শিওনটেকের ডোপিংয়ের বিষয়টি চর্চায় রয়েছে। গত বছর দু’বার ডোপ পরীক্ষায় ব্যর্থ হওয়ার কারণে দোষী সাব্যস্ত হয়েছেন বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় সিনার। তাঁকে চলতি মাসে ৩ মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে। গত বছর কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস বা CAS-এতে বিশ্বের এক নম্বর টেনিস তারকাকে ২ বছরের জন্য ব্যান করার আবেদন জানিয়েছিল ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি বা WADA। কিন্তু পরে তারা সেই সিদ্ধান্ত থেকে সরে আসে। ৩ মাসের ব্যানে রাজি হয়। সিনার নিজেও আংশিক দায় স্বীকার করে নিয়ে শাস্তি মেনে নেন।
অন্যদিকে সম্প্রতি নিষিদ্ধ পদার্থ নেওয়ার জন্য ১ মাসের জন্য নির্বাসিত করা হয় টেনিস তারকা ইগা শিওনটেককে। কিন্তু বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়। অনেকেই প্রশ্ন তোলেন ইন্টারন্যাশনাল টেনিস ইন্টিগ্রিটি এজেন্সির (ITIA) বিরুদ্ধে। অভিযোগ, তারা একই দোষের জন্য ভিন্ন ব্যক্তির বিরুদ্ধে ভিন্ন ব্যবস্থা নিচ্ছে। সেই কারণেই এবার টেনিসে অ্যান্টি ডোপিং প্রোটোকলের সংস্কারের প্রয়োজন রয়েছে বলে মনে করেন নোভাক জকোভিচ। তিনি বলেন, ‘শেষ কছুদিন, এমনকী শেষ কয়েক মাসে যেকজনের সঙ্গে আমার লকার রুমে কথা হয়েছে তারা সবাই বিষয়টিগুলি যেভাবে সামলানো হচ্ছে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে। বেশিরভাগ খেলোয়াড় বিষয়টি নিয়ে খুশি নয়। সবাই মনে করছে এখানে পক্ষপাত করা হয়েছে। এটা এমন যে যদি কেউ বড় খেলোয়াড় হয় এবং বড় আইনজীবী নিয়ে আসে তবে সে যা কিছু করতে পারে।’
এর আগে সিমোনা হালেপকে ২০২২ সালে ৪ বছরের নির্বাসিত করেছিল ইন্টারন্যাশনাল টেনিস ইন্টিগ্রিটি এজেন্সি। কিন্তু তিনি এই নির্দেশকে চ্যালেঞ্জ করে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসে (CAS) যান ফেব্রুয়ারি ২০২৩-এ। সেখানেই তিনি জয়লাভ করেন। কিন্তু তাঁর এবং শিওনটেকের এক দোষ হওয়ায় আলাদা আলাদা ব্যবস্থা নেওয়া হয়েছিল বলে ক্ষোভ উগরে দিয়েছিলেন হালেপ।
জকোভিচ বলেন, ‘সিমোনা হালেপ, তারা মারে সহ বেশ কিছু খেলোয়াড়, যারা খুব বেশি পরিচিন নয়, তারা নিজেদের কেস নিয়ে সমস্যায় পড়েছে বছরের পর বছর। কেউ বছরের বেশি সময় ধরে ব্যান থেকেছেন। কেসগুলি সমাধানের ক্ষেত্রে ধারাবাহিকতার অভাব রয়েছে। এখনই সঠিক সময় সিস্টেমের সংস্কারের। এটা স্পষ্ট যে যান্টি ডোপিং সিস্টেম ঠিক মতো কাজ করছে না। আমি আশা করি আগামী সময়ে বিষয়টাকে গুরুত্ব দেওয়া হবে। সব এজেন্সিগুলি একসঙ্গে মিলিত হয়ে একটা সমাধান খুঁজে বের করবে। দেখতে হবে যাতে কারোর সঙ্গে অন্যায় না হয়।’
তিনি আরও যোগ করেন, ‘যদি ব্যক্তি বিশেষে আলাদা সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে থাকে তবে তা খেলার জন্য ভালো নয়। এখন যা পরিস্থিতি তাতে WADA বা ITIA-এর পদ্ধতির উপর আস্থা নেই খেলোয়াড়দের।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।