টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২২-এ ভারত বনাম পাকিস্তান ম্যাচ শুরু হতে বাকি আর কয়েকটা দিন। তারপরেই বিশ্ব ক্রিকেট দেখবে বাইশ গজের আরও একটা মেগা হিট ম্যাচ। এই ম্যাচ নিয়ে 𝓡একদিকে যখন ভক্তদের উত্তেজনার পারদ চড়ছে, তখন অন্যদিকে ভারতীয় দলের খেলোয়াড়রাও নিজেদের অনুশীলনে খামতি রাখছেন না। ম্যাচের দুই দিন আগে যখন বিরাট কোহলি, কেএল রাহুল,সূর্যকুমার যাদব এবং ঋষভ পন্তরা অনুশীলনে বিরতি নিলেন,তখন নেটে গিয়ে গা ঘামালেন🐈 রোহিত শর্মা। নেটে হিটম্যানের ছক্কা মারার ভিডিয়ো মুহূর্তে ভাইরাল হয়েছে। আপনিও দেখে নিন রোহিত শর্মার সেই ভিডিয়ো।
২৩ অক্টোবর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারত ও পাকিস্তানের মধ্যে ২০২২সালের টি টোয়েন্টিবিশ্বকাপের বহু প্রতীক্ষিত ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই ম্যাচের জন্য ইতিমধ্যেই মেলবোর্নে পৌঁছে গিয়েছে ভারত ও পাকিস্তানের দল। ২১অক্টোবর,টিম ইন্ডিয়ার জন্য একটি ঐচ্ছিক 🎀প্রশিক্ষণ সেশন ছিল। অর্থাৎ কেউ যদি ইচ্ছা করে সে ছুটি নিতে পারেন, আবার কারোর যদি ꦇইচ্ছা হয় সে অনুশীলন করতেই পারে।
আরও পড়ুন… চাপের মধ্যে ক🅘ীভাবে খেলতে হবে, বিরাট 'ভাইয়ার' থেকে শেখেন পন্ত
এই ঐচ্ছিক প্রশিক্ষণ সেশনে বিরাট কোহলি,সূর্যকুমার যাদব,ঋষভ পন্ত,আর অশ্বিন,কেএল রাহুল,হার্ষাল প্যাটেল,হার্দিক পান্ডিয়া এবং যুজবেন্দ্র চাহালরা অনুশীলন করেননি। তারা ন♋িজেদেরকে এই ঐচ্ছিক প্রশিক্ষণ থেকে বিরতি দিয়েছিলౠেন। তবে সেই সময়ে টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা নেটে চলে আসেন এবং নেটে ব্যাট হাতে তিনি অনেকটা সময় কাটান।
রোহিত শর্মা নেটে ব্যাটিং অনুশীলনের জন্য দু’বার পৌঁছে ছিলেন। প্রথমে তাঁকে কিছুটা রক্ষণাত্মক মোডে দেখা গেলেও তার পরে তিনি তার গিয়ার পরিবর্তন করেন। রোহিত যখন ব্যাটিং অনুশীলনের জন্য দ্বিতীয়বার নেটে আসেন,তখন তিনি বড় ছক্কা মেরেছিলেন। তা🔯র এই ভিডিয়ো বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে।
আরও পড়ুন… ‘খেয়ালখু𒅌শি মতো মন্𒊎তব্য করতে পারেন না’, PCB-র হয়ে জয় শাহকে সরাসরি তোপ আক্রমের
অস্ট্রেলিয়ার মাঠ বড় এবং এমন পরিস্থিতিতে বাউন্ডারিও বাকি মাঠের চেয়ে কিছুটা বড়। এমন পরিস্থিতিতে ব্যাটসম্যানদের জন্য এখানে ছক্কা মারা খুব একটা সহজ হবে না। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো🌳 ফর্মে আসেননি রোহিত শর্মা। প্রস্তুতি ম্যাচেও তেমন কিছু করতে পারেননি,তাই পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগে নিজের গতি ফিরে পেতে চান হিটম্যান। কিছুদিন আগে বিরাট কোহলিকেও এভাবে একা নেটে অনুশীলন করতে দেখা গিয়েছিল, এবার সেই মুডে রোহিতকেও দেখা গল। ফলে বলা যেতেই পারে ২৩ এর ম্যাচে শুরুটা বিস্ফোরক ও ভালো ক𝔉রতে চায় টিম ইন্ডিয়া।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।