বিশ্বকাপের সূচি ঘোষণা অনুষ্ঠানে বীরেඣন্দ্র সেহওয়াগের করা একটি মন্তব্য বেশ ইঙ্গিতবহ মনে হচ্ছে ক্রিকেটপ্রেমীদের কাছে। বীরু জানান যে, ২০১১ সালে তাঁরা যেমন সচিন তেন্ডুলকরের জন্য বিশ্বকাপ জিততে চেয়েছিলেন, এবার রোহিতদের উচিত বিরাট কোহলির জন্য বিশ্বকাপের ট্রফি জেতা।
আসন্ন ওয়ান ডে বিশ্বকা🐽পের পরে শুধু বিরাট কোহলিরই ন🅷য়, বরং রোহিতের সীমিত ওভারের আন্তর্জাতিক কেরিয়ারও সন্ধ্যাকালে গিয়ে পৌঁছতে পারে বলে বিশ্বাস বিশেষজ্ঞদের। সম্ভবত সেই কারণেই সেহওয়াগ এমন মন্তব্য করেন।
জাতীয় নির্বাচকরা এখন থেকেই টি-২০ বিশ্বকাপের জন্য তরুণ দল তৈরি করার নজর দিয়েছেন। চার বছরের পরের ওয়ান ডে বিশ্বকাপের সময় কোহলিরা স্বমহিমায় থাকবেন কিনা, তা নিয়ে ঘোর সংশয় রয়েছে। হতে পারে তার আগেই সাদা বলের ক্রিকেটꦫে জাতীয় দল থেকে নিজেদের সরিয়ে নিতে পারেন দুই মহাতারকা।
সৌরভ গঙ্গোপাধ্যায় অবশ্য রোহিত-কোহলির সীমিত ওভারের ক্রিকেট কেরিয়ারের আসন্ন পর্যায়কে বিশꩵেষ কোনও এককে মাপতে রাজি নন। দুই তারকা ক্রিকেটারের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে গিয়ে টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক তথা প্রাক্তন বিসিসিআই সভাপতি স্পষ্ট জানালেন যে, তিনি ‘এটাই প্রথম অথবা এটাই শেষ’, এই তত্ত্বে বিশ্বাসী নন। বরং তাঁর কাছে পারফর্ম্যান্সটাই হল আসল কথা।
স্টার স্পোর্টসের আলোচনায় সৌরভ বলেন, ‘আমি শেষবার-প্রথমবার, এই তত্ত্বে খুব একটা বিশ্বাসী নই। আমি শুধু পারফর্ম্যান্সে বিশ্বাস রাখি। ওদের ৩৪-𓆉৩৫ বছর বয়স। পরের বিশ্বকাপে কী হতে চলেছে, জানি না। ২০ ওভার, ৫০ ওভারে প্রায় প্রতি বছরই বিশ্ব টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে এখন। আমরা যখন খেলা শুরু করেছিলাম, পরিস্থিতি তখনকার মতো নেই। তখন চার বছরে একটা বিশ্বকাপ আসত। পরে চ্যাম্💫পিয়ন্স ট্রফি শুরু হয়। সুতরাং, সব কিছুই নির্ভর করছে পারফর্ম্যান্সের উপর। আমি নিশ্চিত, বিরাট এবং ক্যাপ্টেন হিসেবে রোহিত এই বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে চাইবে। শুধু নিজেদের পারফর্ম্যান্স দিয়েই নয়, বরং বিশ্বকাপ জিতে। আমার কাছে সেটাই হল আসল বিষয়।’
উল্লেখ্য, ভারত💮 শেষবার🅷 যখন ওয়ান ডে বিশ্বকাপ জেতে, রোহিত শর্মা জাতীয় স্কোয়াডে ছিলেন না। সুতরাং, এখনও ৫০ ওভারের ফর্ম্যাটে বিশ্বকাপ জয়ের স্বাদ পাননি হিটম্যান। বিরাট কোহলি অবশ্য ২০১১ সালে ওয়ান ডে বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পরে সচিন তেন্ডুলকরকে কাঁধে তুলে নিয়েছিলেন কোহলিই।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।