ভারতীয় স্পিনারদের দাপটে তাসের ঘরের মতোই ভেঙে পড়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডার, উল্টোদিকে রোহিত শর্মার দাপুটে সেঞ্চুরি এবং চোট সারিয়ে দলে ফিরে অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার দুরন্ত পারফরম্যান্স- সব মিল♍িয়ে নাগপুর টেস্টে ভারত অজিদের ল্যাজেগোবরে করে এক ইনিংস এবং ১৩২ রানে বড় জয় ছিনিয়ে নিয়েছে।
নাগপুরে প্রথম ইনিংসে অজিরা তাও ১৭৭ রান করেছিল। দ্বিতীয় ইনিংসে তো ১০০ রানের গণ্ডিই পেরোল না অস্ট্রেলিয়া। মাত্র ৯১ রানেই গুটিয়ে গেল তাদের ইনিংস। অথচ নাগপুরের এই পিচেই রোহিতের সেঞ্চুরি (১২০) ছাড়াও রান পেয়েছেন রবীন্দ্র জাদেজা (৭০), অক্ষর প্যাটেল (৮৪), মহম্মদ শাম♔িরা (ꦅ৩৭)।
আরও পড়ুন: হাতে মলম লাগানোরꦐ জন্য জাদেজাকে শাস্তি, জরিমানা এবং ডিমেরিট পয়েন্ট দিল ICC
যে নাগপুরের পিচ নিয়ে অজিরা বিতর্ক শুরু করেছিল, সেই পিচেই কিন্ত🀅ু ভারত দুরন্ত ব্যাট করে। আর প্রথম টেস্টে অজিদের ঘোল খাইয়ে হারানোর পর রোহিত শর্মা বলেন, ‘টেস্টের শুরুতেই দু'টি উইকেট পেয়েছিলাম। ওর থেকে ভালো কিছু হয় না। ওখানেই ম্যাচটায় আমরা এগিয়ে যাই। জানতাম আমাদের স্পিন বিভাগ বেশ ভালো। কিন্তু পেসারদের জন্যেও পিচে অনেক কিছু ছিল।’
আরও পড়ুন: WPL 2023 -এ হান্ড্রেড জয়ী কোচকে❀ প্রধান প্রশিক্ষক নিয়োগ করল DC
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।