IPL 2023 ফাইনাল জিততে পারবে না গুজরাট টাইটানস! আইপিএল-এর ইতিহাস ও টুর্নামেন্টের অতীতের রেকর্ড তো তাই বলছে। আসুন জেনে নেওয়া যাক কোন অঙ্কের ভিত্তিতে এমনটা বলা হচ্ছে। 🃏আসলে যღখনই দেখা গিয়েছে যে কোনও একটি দলেরই দুই ক্রিকেটার মরশুমের কমলা টুপি ও বেগুনি টুপির মালিক হয়ছেন তখন সেই দল আইপিএল-এর শিরোপা জিততে পারেনি।
আরও পড়ুন… CSK নাকি GT, IPL 2023 শিরোপা জিতবে কে? দেখে নিন ཧবিশেষজ্ঞরা কে কোন দলকে বাছলেন
এর প্রথম উদাহরণ পাওয়া গিয়েছিল ২০১৩ সালে। সেই বছরে চেন্নাই সুপারি কিংসের মাইক হাসি অরেঞ্জ ক্যাপ অর্থাৎ কমলা টুপির মালিক হয়েছিলেন অন্যদিকে ডোয়েন ব্র্যাভো বেগুনি টুপি জিতেছিলেন। তবে সেই বারের আইপিএল ফাইনালে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ꦗহারতে হয়েছিল চেন্নাই সুপার ক🌠িংসকে।
আরও পড়ুন… জানেন কি IPL 2023 ▨এর মোট Prize Money কত? যারা চ্যাম্পিয়ন হবে তারা কত টাকা পাবে?
এই একই ছবি দেখা গিয়েছিল ২০১৭ সালেও। সেই বারে সানরাইজার্স হায়দরাবাদের ডেভিড ওয়ার্নার কমলা টুপি জিতেছিলেন এবং ভুবনেশ🐟্বর কুমার বেগুনি টুপির মালিকানা পেয়েছিলেন। তবে সেই বারে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হেরেছিল সানরাইজার্স হায়দরাবাদ। এই ম্যাচের পাঁচ বছর পরে আবার এমনটা ঘটেছিল। ২০২২ সালে রাজস্থান রয়্যালস ফাইনালে উঠেছিল। সেই বারে টুর্নামেন্টের কমলা টুপ♑ির মালিক হয়েছিলন জোস বাটলার ও বেগুনি টুপি জিতেছিলেন যুজবেন্দ্র চাহাল।
আরও পড়ুন… ফাইনালে নামার সঙ্গে সঙ্গেই ইতিহাস গড়বেন ধোনি! 𒊎দেখে নিন IPL-এ মাহির গড়া বেশ꧃কিছু রেকর্ড
তবে সেই বারে গুজরাট টাইটানসের কাছে ফাইনাল ম্যাচ হারতে হয়েছিল রাজস্থান রয়্যালসকে। এবার আবারও সেই ছবি সামনে এসেছে। এবারে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে টুর্নামেন্টের ফাইনালে উঠেছে গুজরাট টাইটানস। এবারের꧑ কমলা টুপির দৌড়ে বাকিদের পিছনে ফেলে অনেকটাই এগিয়ে গিয়েছেন গুজরাট টাইটানসের শুভমন গিল। কোনও অঘটন না ঘটলে কমলা টুপি জিতবেন গিলই।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- //pbv88-sv388.live/sports/ipl)
অন্যদিকে বেগুনি টুপির মালিকানার দিকে এগিয়ে চলেছেন মহম্মদ শামি। যদি তিনি এবারের ব♒েগুনি টুপি জেতেন তাহলে গুজরাট টাইটানসের দুই তারকা এই দুটি সাফল্য নিজেদের দখলে রাখবেন। তবে এখন𒀰 প্রশ্ন হল যদি তেমনটা হয় তাহলে অতীতের রেকর্ড অনুযায়ী ট্রফি জিততে পারবে না গুজরাট টাইটানস এবং পঞ্চমবারের মতো ট্রফি ঘরে তুলবে ধোনির চেন্নাই সুপার কিংস। আর যদি সেটা না হয় তাহলে ইতিহাস গড়বে হার্দিকের গুজরাট টাইটানস।
এই খবরটি আপন๊ি পড়তে পারেন HT App থেক💟েও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।