হেরেই চলেছে কলকাতা নাইট রাইডার্স। ইয়ন মর্গ্যানের অধিনায়কত্বে এই নিয়ে পরপর চার ম্যাচে হারল তারা। শনিবার রাজস্থান রয়্যালসের কাছে হেরে লিগ তালিকার একেবারে শেষে নেমে গেল নাইটরা। ꦗপাঁচ ম্যাচের মধ্যে একেবারে প্রথম ম্য়াচে সানরাইজার্স হায়দরাবাদের কাছে𝓡 জিতেছিল। তার পর থেকে আর জয়ের মুখ দেখেনি কলকাতা। ২০২১ আইপিএলে দুঃসময় যেন কাটছে না কলকাতার।
এ বার আইপিএলে তাদের ম্যাচের পরিসংখ্যানগুলি দেখে নেওয়া যাক এক নজরে:
হায়দরাবাদের বিরুদ্ধে ১০ রানে জয় পায় তারা।
মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ১০ রানে হারে।
রাজস্থানের কাছে ৩৮ রানে হারে।
চেন্নাইয়ের কাছে ১৮ রানে হারে।
রাজস্থান রয়্যালসের কাছে ৬ উইকেট হারে হয় তাদের।
আইপিএলে মর্গ্যান সবচেয়ে খারাপ রেকর্ড:
অধিনায়ক হিসেবে আইপ𓂃িএলে এখনও পর্যন্ত এ বছরই সবচেয়ে খারাপ রেকর্ড মর্গ্যানের।
এখনও পর্যন্ত সঠিক ভাবে প্রথম𒁃 একাদশই ন🍌ির্বাচন করে উঠতে পারেননি মর্গ্যান।
শুধুম🎃াত্র সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম 🌠ম্যাচে জয় পেয়েছিল কেকেআর।
দীনেশ কার্তিক বনাম ইয়ন মর্গ্যান
দীনেশ কার্তিক গত বছর আইপিএলে কেকেআর-কে ৭টি ম্যাচ🐷ে নেতৃত্ব দিয়েছেন। জিতেছেন ৪টি ম্যাচ। দলের খারাপ পারফরম্যান্সে🌺র কারণে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন কার্তিক।
আর মর্গ্যান বাকি সাত 💛ম্যাচে নেতৃত্ব দিয়ে তিন ম্যাচে জেতায় নাইটদের। আর এ বছর পাঁচ ম্যাচের মধ্যেই একটি ম্যাচে জিতিয়েছেন। তাতেও অবশ্য কোনও হেলেদোল নেই ব্রিটিশ অধিনায়কের।
৮ দলের অধিনায়কদের রেকর্ড:
চেন্নাই সুপার কিংসেꦓর মহেন্দ্র সিং ধোনি (২০০৮-'২১) ১৯২ ম্যাচের মধ্যে ১১৩টিতেই জয় পেয়েছে।
রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরাট কোহলি (২০১১-'২১) ১২৯♉টি ম্যাচের মধ্যে ৫৯টি ম্যাচ জিতেছে।
মুম্বই ইন্ডিয়ান্সের রোহিত শর্মা (২০১৩-'২১) ১২১টি ম্যাচে♊র মধ্যে ৭০টিতে জয় পেয়েছে।
সানরার্জার্স হায়দরাবাদের ডেভিড ওয়ার্নার (২০১৩-'২১) ৬🅷👍৭টি ম্যাচের মধ্যে ৩৫ ম্যাচ জিতেছে।
দিল্লি ক্যাপিটালসের ঋষভ পন্ত (২০২১-ꦍ'২১) ৪ 🎉ম্যাচের মধ্যে এখনও ৩টিতেই জিতেছে।
পঞ্জাব কিংসের লোকেশ রাহুল (২০২০⛄-'২১) ১৯ ম্যাচের ৭টিতে জয় পেয়েছে।
রাজস্থান রয়্যালসের সঞ্জু স্যামসন (২🍌০২১-'২১) ৫ ম্যাচের ম🌠ধ্যে ২টিতে জিতেছে।
কলকাতা নাইট রাইডার্সের ইয়ন মর্গ্যান (২০২০-'২১🎃) ১২ ম্যাচের মধ্যে মাত্র ৪টিতে জয় পেয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।