কলকাতা নাইট রাইডার্স আইপিএলের দ্বিতীয় ম্যাচেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে বাজে ভাবে হেরেছে। আর মজার বিষয় হল, আরসিবি-র এই জয়ের পিছনে সবচেয়ে বড় ভূমিকা নিয়েছে বাংলা ক্রিকেটের দুই তারকা- শাহবাজ আহমেদ এবং আকাশ দীপ সিং। আর তাঁদের এই পারফরম্যান্সের পরই প্রশ্ন উঠতে শুরু করেছে, গত ফেব্রুয়ারি মাসꩵে আয়োজিত IPL মেগা নিলামে কেন বাংলার ক্রিকেটারদের ব্রাত্য করে রাখল নাইট ম্যানেজমেন্ট?
রঞ্জি জয়ী বাংলার প্রাক্তন অধিনায়ক সম্বরণ বন্দ্য🔯োপাধ্যায় এই নিয়ে সরব হয়েছেন। তিনি এই সময় ডিজিটালকে বলেছেন, ‘কলকাতাকে হারাল বাংলার দুই ক্রিকেটার। প্রশংসা করার জন্য আলাদা কোনও ভাষা আমার কাছে নেই। খুব ভালো লাগছে যে দুজনেই এই বাংলার ক্রিকেটার। এ🐟কজন খেলে মোহনবাগানে এবং অন্যজন তপন মেমোরিয়ালে। এর থেকে ভালো কথা আর কী-ই বা হতে পারে? প্রথম জন ব্যাট হাতে এবং অন্য জন বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছে। অথচ কলকাতার দলে এঁদের জায়গা হয় না।’
সম্বꦐরণ আরও বলেছেন, ‘এমন পারফরম্যান্সের পরেও কেকেআর ম্যানেজমেন্টের💛 চোখ কখনও খুলবে না। দলের মালিক যেটা বলবে, সেটাই হবে। আর কলকাতার মালিক চায় না যে বাংলার কোনও ক্রিকেটার তাঁর দলের হয়ে খেলুক। এদের এমন পারফরম্যান্সের পরেও কলকাতা নাইট রাইডার্স দলে প্রবেশের ছাড়পত্র পাবে না।’
বাংলার এই দুই ক্রিকেটারের জাতীয় ক্রিকেট দলে ঢোকার সম্ভাবনা কতটা? জবাবে সম্বরণের দাবি, ‘শাহবাজকে নিয়ে এখনജই কোনও মন্তব্য করা উচিত হবে না। আরও কিছুটা ক্রিকেট ও খেলুক। তবে আগামী দিনে বাঁহাতি এই স্পিনার অলরাউন্ডার ဣযে ভারতীয় ক্রিকেট দলে সুযোগ পাবেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই। পাশাপাশি আকাশ দীপও যথেষ্ট ভালো বোলিং করছে। আগের থেকে বলের গতি অনেকটাই বেড়েছে। এবারের IPL টুর্নামেন্টেও যথেষ্ট ভালো পারফরম্যান্স করছে। আশা করছি, বাকি টুর্নামেন্টেও ও ভালোই পারফরম্যান্স করবে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।