শুক্রবার রাতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে গু💧জরাট টাইটไানসের দুরন্ত জয়ের পরে, আইপিএল ২০২৩-এর ফাইনালিস্ট দলের ছবি স্পষ্ট হয়ে গেছে। আইপিএল ২০২৩ এর ফাইনাল ম্যাচটি রবিবার রাতে অর্থাৎ ২৮ মে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটানস এবং চেন্নাই সুপার কিংসের মধ্যে খেলা হবে।
আশ্চর্যের বিষয় হল এই মাঠে C🌞SK ও GT এই দুই দলের সংঘর্ষের মধ্য দিয়ে সিজন-১৬ শুরু হয়েছিল এবং এখন মরশুমের ৭৩তম ম্যাচের পরে, GT বনাম CSK এর মধ্যকার ম্যাচ দিয়ে মরশুমটিও শেষ হবে। আরেকটি আশ্চর্যজনক বিষয় হল গুজরাট এবং চেন্নাই উভয় দলই লিগ পর্ব শেষ করেছে যথাক্রমে পয়েন্ট টেবিলের প্রথম এবং দ্বিতীয় স্থানে ছিল।
আরও পড়ুন… GT ফাইনালে উঠলেও ডেভিড মিলারের ফর্ম ভ𝓰াবাবে হার্দিক পান্ডিয়াদের- আকাশ চোপড়া
এছাড়াও, কাকতালীয় আরেকটি বিষয় হল যে🍸 প্লে অফ ফর্ম্যাটটি আইপিএল ২০১১ থেকে এসেছে, তাই ১৩ বারের মধ্যে ১০টি মরশুমের ফাইনাল ম্যাচটি একই দলের মধ্যে খেলা হয়েছে যারা শীর্ষ-২ এ লিগ পর্ব শেষ করেছে। হ্যাঁ, আইপিএলের ইতিহাসে সানরাইজার্স হায়দরাবাদই একমাত্র দল যারা এলিমিনেটর ম্যাচ খেলে শিরোপা জিতেছে। ২০১৬ সালে তিনি এই কীর্তি করেছিলেন যখন SRH ফাইনালে আরসিবিকে পরাজিত করেছিল।
আরও পড়ুন… এটা তো টেনিস ক্রিকেটের ছয়! শুভমনের ছক্কা দেখে 🅰অবাক রোহিত, গাভাসকর-বিশপের গ๊লায় বিস্ময়ের সুর
কোয়ালিফায়ার-২-এ মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। ৩০ রানের ব্যক্তিগত স্কোরে শুভমন গি🐟লের ক্যাচটি মিড-অনে টিম ডেভিডের হাতে ধরা পড়লে খেলার ফল অন্য হতেই পারত। গিলের ক্যাচ ড্রপের পর মনে হল মুম্বই ইন্ডিয়ান্স বেশ চাপের মধ্যে যেতে চলেছে। গুজরাট টাইটানসের এই ওপেনার জীবন দানের পরে আরও ৯৯ রান করেন এবং মরশুমের তৃতীয় সেঞ্চুಌরি করেন। গিলের সেঞ্চুরি ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিশাল স্কোর মোট ২৩৩ রান ছুঁতে সাহায্য করেছিল।
আরও পড়ুন… IPL এর প্লেঅফে প্রথমবার এমনটা হল! রিটায়ার্ড আউট হয়ে ইতিহাসের পাতায় নাম তুললেন সাই💃 সুদ🌠র্শন
এটি ছিল আইপিএলের ইতিহাসে প্লে অফে যে কোনও দলের করা সর্বোচ্চ স্কোর, তাই চাপটা এমআই-এর ওপর আসতে বাধ্য। তার উপর ছিল ইশান কিষাণের ইনজুরি। সেই কারণে নেহাল ভাদেরা রোহিতের সঙ্গে ওপেন করতে আসলেও দুই ওপেনারই সস্তায় প্যাভিলিয়নে ফিরে যান। ১৪ বলে ৪৩ রানের ঝড়ো ইনিংস খেলেন তিলক বর্মা। এরপর সূর্যকুমার যাদবও ঝোড়ো ৩৮ বলে ৬১ রান করেন। কিন্তু তার আউট হওয🐭়ার পরেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ৫ বারের চ্যাম্পিয়ন দল। শেষ পর্যন্ত মাত্র ১০ রান খরচ করে ১৪ বলে ৫ উইকেট নেন মোহিত শর্মা। এবং এই ম্যাচ ৬৪ রানে হেরে যায় মুম্বই ইন্ডিয়ান্স। এর ফলে আইপিএল ২০২৩-এর ফাইনালে গুজরাট টাইটানসের মুখোমুখি হবে🐎 চেন্নাই সুপার কিংস।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- //pbv88-sv388.live/sports/ipl)
༺এই খবরটি আপনি পড়তে পারেন HT App🍬 থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।