কলকাতা নাইট রাইডার্স বরাবরের মতো মুখ ফিরিয়ে থাকে বাংলার ক্রিকেটারদের দিক থেকে। মেগা নিলামের প্রথম 𝐆দিনে বাংলার কোনও ক্রিকেটারকেই দলে নেয়নি তারা। প্রথম দিনে মোট ৫ জন ক💙্রিকেটারকে দলে নিয়েছে কেকেআর। যাঁদের মধ্য গতবারের প্যাট কামিন্স, শিবম মাভি, শেল্ডন জ্যাকসন ও নীতিশ রানাকে দলে ফিরিয়েছে কলকাতা। একমাত্র নতুন ক্রিকেটার হিসেবে তারা দলে নিয়েছে শ্রেয়স আইয়ারকে।
যদিও কেকেআর বাংলার মহম্মদ শামি ও শাহবাজ আহমেদের জন্য দর হেঁকেছিল। তবে কোনওভাবেই তাঁদের দলে নেওয়ার জন্য মরিয়া দেখায়নি কলকাতাকে। দর হাঁকা শুরু 🐬করেই হাল ছেড়ে দিয়েছে তারা। শামিকে শেষমেশ গুজরাট ও শাহবাজকে আরসিবি দলে নেয়।
প্রথম দিনের নিলামে বাংলার মোট ৫ জন ক্রিকেটারের নাম ওঠে। ১ কোটি টাকা বেস প্রাইসের ঋ𒆙দ্ধিমান সাহা অবিক্রিত থাকেন। বাংলার বাকি চারজন ক্রিকেটার দল খুঁজে পান প্রথম দিনের নিলামে। ঋদ্ধির যদিও দ্বিতীয় দিনে পুন🍰রায় কোনও দলে যোগ দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
প্রথম দিনের নিলামে বাংলার ক্রিকেটাররা:-
মহম্মদ শামি: ৬ কোটি ২৫ লক্ষ টাকায় শামিকে কেনে গুজরাট টাইটানস।
ইশান পোড়েল: ২৫ লক্ষ টাকায় ইশান পোড়েলকে কেনে পঞ্জাব কিংস।
আকাশ দীপ: ২০ লক্ষ টাকায় আকাশ দীপকে কেনে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
শাহবাজ আহমেদ: ২ কোটি ৪০ লক্ষ টাকায় শাহবাজ আহমেদকে কেনে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
ঋদ্ধিমান সাহা: প্রথম দিনের নিলামে অবিক্রিত থাকেন ঋদ্ধিমান সাহা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।