আইপিএলের লড়াই একেবারে বিজনেস এন্ডে চলে এসেছে। প্রতিটি ম✱্যাচেই কোনও দলের জয় বা পরাজয়, আমূল বদলে দিচ্ছে লিগ তালিকার অবস্থান তথা প্লে-অফের হিসেব নিকেশ। তবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচের পর চেন্নাই🌜 সুপার কিংসের কাছে ছবিটা কার্যত পরিস্কারই হয়ে গেল।
পুণের ময়দানে আরসিবি ও সিএসকে একে অপরের মুখোমুখি হয়েছিল। পরপর হারের পর আরসিবির কাছে যেখানে জয় ফেরাটা ভীষণ প্রয়োজনীয় ছিল, সিএসকে প্লে-অফের আশা বজায় রাখতে সিএসকের কাছে জয়ই ছিল একমাত্র বিকল্প। তবে পারল না মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন সিএসকে। আরসিবির বিরুদ্ধে ১৭৩ রান তাড়া করতে নেমে ১৩ রানে পরাজি﷽ত হল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ফলে ১০ ম্যাচে মাত্র তিনটি জয়ের সুবাদে নয় নমꦯ্বরে থাকা সিএসকের প্লে-অফে পৌঁছনোর আশা কার্যত শেষ।
এই ম্যাচ জিতে অবশ্য ফ্যাফ ডু'প্লেসির আরসিবি কিন্তু এক ধাক্কায় ছয় নম্বর থেকে লাফ ꦑমেরে, লিগ তালিকায় প্রথম চারে ঢুকে পড়ল। যদিও লিগে পরবর্তী ম্যাচে জিতলেই সানরাইজার্স হায়দরাবাদ ও পঞ্জাব কিংস, দুই দলই আরসিবিকে টপকে যাবে। তবে আপাতত জয়ের সরণীতে ফিরে স্বস্তি ফিরবে আরসিবি শিবিরে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।