পূর্বাভাস ছিলই, সেই মতো রি🎃জার্ভ ডে-তেও আইপিএল ফাইনালের মাঝপথে বৃষ্টি হানা দেয়। ম্যাচ শুরু হয় নির্ধারিত সময়ে। প্রথম ইন💮িংসের খেলা শেষ হয় নির্বিঘ্নে। তবে দ্বিতীয় ইনিংস শুরু হওয়া মাত্রই বৃষ্টি নামে আমদাবাদে। ফলে থমকে যায় ম্যাচের গতি।
দ্বিতীয় ইনিংসে মাত্র ৩টি বল খেলা হওয়ার প𒉰রেই বৃষ্টিতে বন্ধ হয়ে যায় খেলা। ঢাকা পড়ে পিচ। যদিও এখনই ম্যাচের গতিপ্রকৃতিতে প্রকৃতি বড় প্রভাব ফেলবে কিনা বলা মুশকিল। কেননা বৃষ্টিতে ২ ঘন্টা সময় নষ্ট হলেও খেলা হবে পুরো ২০ ওভারের। ডাকওয়ার্থ-লুইস নিয়ম লাগু হবে না ততক্ষণ পর্যন্ত।
তবে ২ ঘণ্টার পরে অর্থাৎ, রাত ১১টা ৪৫ মিনিটের পরে পুনরায় খেলা শুরু হলে কমতে থাকবে ওভার। ডাকওয়ার্থ-লুইস নিয়ম লাগু হলে চেন্নাইয়ের সꦫামনে পরিবর্তিত টার্গেট কেমন হতে পারে দেখে নেওয়া যাক একনজরে।
আরও পড়ুন:- IPL 2🐼023: রেকর্ড গড🍌়ে অরেঞ্জ ক্যাপের দখল নিলেন শুভমন গিল, ভাঙলেন রুতুরাজের নজির
১. ওভার ꦰকমে ৫ ওভার খেলা হলে জয়ের জন্য চেন্নাইয়ের দরকার ৬৬ রান।
🐭২. ඣওভার কমে ১০ ওভার খেলা হলে জয়ের জন্য চেন্নাইয়ের দরকার ১২৩ রান।
৩. ওভারꦑ কমে ১৫ ওভার খেলা হলে জয়ের 🦩জন্য চেন্নাইয়ের দরকার ১৭১ রান।
উল্লেখযোগ্য বিষয় হল, আমদাবাদে বৃষ্টি খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি। তবে তড়িঘড়ি ম্যাচ শুরু করার সম্ভাবনায় আক্ষরিক অর্থেই জল পড়ে যায়। আসলে পিচ থেকে কভার ꩲতোলার সময় একটি প্ꦜরক্টিস পিচের উপর জল পড়ে যায়। সুপার সপার ঘাস থেকে জল তুলে ফেলে দ্রুত। তবে প্র্যাক্টিস পিচের উপর দিয়ে সুপার সপার চালানো সম্ভব নয়। এক্ষেত্রে মাঠকর্মীদের স্পঞ্জ দিয়ে জল তুলতে হয় প্র্যাক্টিস পিচ থেকে। জল তুলে ফেলার পরে সেই প্র্যক্টিস পিচে শুকনো মাটি দিয়ে তার উপরে রোলার চালানো হয়। গোটা প্রক্রিয়ায় সময় লাগে বেশ কিছুক্ষণ।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।