ভারতীয় ক্রিকেটে তরুণ ক্রিকেটারদের মধ্য়ে প্রথমের দিকে নাম থাকবে তাঁর। যেখানে হাত রেখেছেন সেখানেই ফলেছে সোনা। এক মরশুমে সব ফরম্যাটে শতরান করার রেকর্ড তৈরি করেছেন তিনি। সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেব♔ে করেছেন দ্বিশ🅷তরান রান। ২৩ বছর বয়স তারকা ক্রিকেটার শুভমন গিল। এবার তাঁর প্রশংসা করলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ম্যাথু হেডেন। প্রাক্তন এই অজি ক্রিকেটার প্রশংসা করে জানান, সচিন এবং কোহলির পরবর্তী ধারাকে এগিয়ে নিয়ে যাবেন শুভমন।
ম্যাথু হেডেন দীর্ঘদিন ধরে ক্রিকেটের সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি বর্তমানে আইপিএলের ধারাভাষ্যকর হিসেবে রয়েছেন। চেন্নাই সুপার কিংসের হয়েও তিনি তি🧸ন বছর খেলেন। তাঁর মতো ভারতীয় ক্রিকেটকে কাছে থেকে দেখেছে এই রকম অস্ট্রেলিয়ান ক্রিকেটার অনেক কমই আছে। নিজের সময়কালে অনেক ভারতীয় বোলারদের জীবন দুর্বিষহ করে তোলেন।
হেডেন সচিন তেন্ডুলকরকে খুব কাছে থেকে দেখেছেন। মাস্টার ব্লাস্টার অবসর নেওয়ার পর বিরাট কোহলির খেলাকেও তৈরি হতে দেখেছেন তিনি। ম্যাথু হেডেন বর্তমানে প্রায় দশ বছরের বেশি সময় ধরে আইপিএলের ধারাভাষ্যকার হিসেবে যুক্ত রয়েছেন। এত কাছ থেকে ভারতীয় ক্রিকেটকে দেখার পরে তিনি মনে করেন, তরুণ উঠতি ব্যাটার শুভমন গিল সচিন এবং কোহেলিদের বর্তমান ধারাকে এগিয়ে নিয়ে যাবেন। চেন্নাই সুপার কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচের আগে টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'হ্যাঁ অবশ্যই। শুভমন গিল ইতিমধ্যেই সচিন এবং বিরাট কোহলির পর্যায়ে নি꧋জেকে ঢুকিয়ে নিতে সক্ষম হয়েছে। ক্রিকেটে সব সময় একজন হিরোর প্রয়োজন হয়। শুভমন তাঁর খেলার মধ্যে সেই সব কিছুই উপাদান রেখেছে যা ওকে বিশ্ব ক্রিকেটের এক অন্যতম তারকা ক্রিকেটার করে তুলতে পারে। আগামী ১০-১৫ বছরে শুভমন গিল অন্যতম তারকা ক্রিকেটার হতে চলেছে।'
শুভমন গিল বর্তমানে জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশ। এই বছর আইপিএল তিনি খেলছেন গুজরাট টাইটানসের হয়ে। গুজরাটের জয়ের ক্ষেত্রে ওপেনার হিসেবে🍷 শুভমনের ভূমিকা অনেকখানি বলেই মনে করেন বিশেষজ্ঞরা। এই বছরে এখনও পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলে তরুণ এই ব্যাটার করেছেন ২২৮ রান। সর্বাধিক করেছেন ৬৭ রান। তাঁর গড় রান ৪৫.৬০। ২০১৮ সাল থেকে আইপিএল খেলছেন তিনি। তাঁর সর্ব মোট রান ২,১২৮। এখনও পর্যন্ত আইপিএলে তিনি সর্বোচ্চ করেছেন ৯৬ রান।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- //pbv88-sv388.live/sports/ipl)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।