ভারতের তরুণ অ্যাথলিটদের শুভেচ্ছা জানালেন টোকিও অলিম্পিক্সের সোনা জয়ী ভারতীয় অ্যাথলিট নীরজ চোপড়া। কেনিয়ার নাইরোবিতে বসেছে অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। সেখানেই অংশ নিয়েছেন ভারতের🦂 তরুণ অ্যাথলিটরা। সেই দিকে✱ই তাকিয়ে গোটা দেশে। এ বার সেই তরুণ তারকাদের শুভেচ্ছা জানালেন নীরজ চেপড়া। একটা সময় তিনিই অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জিতে প্রথম সাড়া ফেলেছিলেন। এ বার নতুনদের শুভেচ্ছা জানালেন তিনি।
অগস্টেই শেষ হয়ে গিয়েছে টোকিও✨ অলিম্পিক্স। বর্তমানে সর্বাধিক পদক জিতে ইতিহাস তৈরি করেছে ভারতীয় দল। এই প্রথম ট্র্যাক অ্যান ফিল্ডে সোনা জিতে ভারতীয় অ্যাথলিটদের মধ্যে নতুন স্বপ্ন দেখিয়েছেন নীরজ চোপড়া। সেই নীরজই এখন দেশ থেকে নিজের টুইটারের মাধ্যমে সকল তরুণ অ্যাথলিটদের শুভেচ্ছা জানালেন। নীরজ লিখলেন, ‘আজ থেকে শুরু হওয়া জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী সকল ভারতীয় ক্রীড়াবিদদের জন্য শুভেচ্ছা ও শুভ কামনা। আমি তাদের উৎসাহিত করব কারণ তারা বিশ্বের সেরাদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে!’
এ বারের অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে বুধবার ♔থেকে। এই চ্যাম্পিয়নশিপ চলবে ২২ অগস্ট রবিবার পর্যন্ত। আগামী দিনের সকল তারকাদের জন্য গোটা দেশ শু𝔉ভেচ্ছা জানাচ্ছে। ৪০০ মিটার মহিলা বিভাগে আগামী ২১ অগস্ট ফাইনালে নামবেন প্রিয়া মোহন। প্রিয়ার দিকে তাকিয়ে ভারতের গোটা অ্যাথলিট মহল। এদিন শটপাটের পুরুষ বিভাগের ফাইনালে উঠেছেন আমনদীপ সিং।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।