প্যারিস অলিম্পিক্সে অনবদ্য পারফরমেন্স ভারতীয় শাটলারদের। আগেই মহিলাদের সিঙ্গলসের ম্যাচে পিভি সিন্ধু উড়িয়ে দিয়েছিলেন এস্তোনিয়ার প্রতিদ্বন্দী ক্রিস্টিন কুব্বাকে। এবার পুরুষদের সিঙ্গলসেও দুরন্ত জয় পেলেন ভারতের লক্ষ্য সেন। ভারতীয় এই শাটলার হারিয়ে দিলেন প্রবলতর প্রতিদ্বন্দী ইন্দোনেশিয়ার জোনাথন ক্রিস্টিকে। এবারের অলিম্পিক্সে ব্যাডমিন্টনে পদক জয়ের অন্যতম দাবিদারই ছিলেন ইন্দোনেশিয়ার এই তারকা শাটলার। তাঁর বিরুদ্ধে গ্রুপ স্টেজের ম্যাচে জিততে হত লক্ষ্য সেনকে, নাহলেই ছিটকে যেতে হত। শেষ পর্যন্ত কঠিন ম্যাচ জিতে প্রি কোয়ার্টারে প্রবেশ করলেন লক্ষ্য সেন। দুই সেটের লড়াইয়ে হারালেন জোনাথনকে। প্রথম সেটে যাও বা লড়াই দেন ইন্দোনেশিয়ার প্রতিপক্ষ, দ্বিতীয় সেটে সেভাবে তাঁকে দাড়াতেই দেননি লক্ষ্য সেন। মারেন এক অনবদ্য নো লুক শট।
আরও পড়ুন-অলিম্পিক্সে পদক জিতে মা'কে ফোন! ‘এখন ব্যস্ত আছি,পরে কল কর’, শুনতে হল সরবজ্যোৎকে...
ভারতের বিশ্বচ্যাম্পিয়নশিপে মেডেল পাওয়া লক্ষ্য সেন প্রতিযোগিতার তৃতীয় বাছাই জোনাথন ক্রিস্টির বিপক্ষে শুরু থেকেই ছন্দে ছিলেন না। একটা সময় প্রথম সেটে পিছিয়ে পড়েছিলেন ৬ পয়েন্টে। তবু হাল ছাড়েননি। দুরন্ত লড়াই দিতে থাকেন। এরপর আসতে আসতে ব্যবধান বাড়াতে থাকেন লক্ষ্য। ১৪-১২ ব্যবধানে প্রথম সেটের মধ্যপথে এগিয়ে ছিলেন লক্ষ্য। অলিম্পিক্সের মঞ্চে তখন হচ্ছে দুর্দান্ত লড়াই। কারণ হেরে গেলেই বিদায় নিশ্চিত। এরপরই কিছুটা অ্যাটাকিং খেলা শুরু করেন ভারতের তারকা শাটলার। পরপর পয়েন্ট তুলে নিয়ে ২১-১৮ ফলে প্রথম সেটে জিতে নেন লক্ষ্য সেন। তখনই বোঝা গেছিল, ভিতরে কিছু অস্ত্র লুকিয়ে রেখেছিলে ২২ বছর বয়সী উত্তরাখণ্ডের ছেলে। এরপর দ্বিতীয় সেটেই শক্তিশালী প্রতিপক্ষকে কার্যত হেলায় হারিয়ে প্রি কোয়ার্টারের টিকিট নিশ্চিত করে ফেলেন তিনি।
আরও পড়ুন-টি২০ সিরিজ শেষে সূর্যর প্রশংসায় হার্দিক! ক্রিকেটারদের ফিটনেস নিয়ে কড়া বার্তা গম্ভীরের…
২১-১৮ ফলে প্রথম সেট জয়ের পর দ্বিতীয় সেট ২১-১২ ফলে জিতে নেন লক্ষ্য। ইন্দোনেশিয়ার তারকা শাটলারের বিপক্ষে ম্যাচ জিততে ভারতের লক্ষ্য সেন সময় নেন ৫০ মিনিট। অর্থাৎ কোর্টে খুব বেশি ঘাম ঝড়াতেই হয়নি তাঁকে, প্রবেশ করেন প্রি কোয়ার্টারে। ২০২০ সালের পর থেকে এই নিয়ে ৬বার মুখোমুখি হলেন দুজনে। এই নিয়ে দ্বিতীয়বার জোনাথন ক্রিস্টির বিপক্ষে জিতলেন তিনি। ম্যাচের প্রথম সেটে দুর্দান্ত এক নো লুক শট মারেন লক্ষ্য সেন, শুধু শট মারাই নয়, এরপর সেই পয়েন্টইও পান লক্ষ্য। যা দেখে সকলেই মজা করে বলছে ‘ইনসেন শট ’। একঝলকে সেই ভিডিয়ো
আরও পড়ুন-বল হাতে চমক দেখানোর পর সেরা ফিল্ডারের পুরস্কার পেলেন রিঙ্কু! পদক পেয়ে কী বললেন নাইট তারকা?
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।