তরুণ ভারতীয় ব্যাটসম্যান শুভমন গিল বর্তমানে কাউন্টি ক্রিকেটে তাঁর প্রতিভা দেখাচ্ছেন। ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবোয়ের বিপক্ষে টানা দুইবার ম্যান অফ দ্য সিরিজের পুরস্কার জেতেন গিল। ওরচেস্টারশায়ারের বিপক্ষে গ্ল্যামারগানের হয়ে কাউন্টিতে অভিষেক করেন গিল। তাঁর প্রথম ম্যাচেই গিল একটি চমকপ্রদ ইনিংস খেলে শুরু করেছিলেন। কিন্তু তিনি তাঁর দুর্দান্ত ইনিংসটিকে মাত্র ৮ রানের জন্য সেঞ্চুরি করতে পারেননি। ওরচেস্টারশায়ারের বিপক্ষে 𝓰৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৯২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন শুভমন গিল। গিলের এই ইনিংস সত্ত্বেও,গ্ল্যামারগান কঠিন অবস্থানে রয়েছে।
ওরচেস্টারশায়ার টস জিতে প্রꩲথমে ব্যাট করে এবং গ্যারেথ রডারিকের (১৭২)সেঞ্চুরির পরে ৪৫৪/৯-এ তাদের ইনিংস ঘোষণা করে। গ্যারেথ রডারিক ৩৪৮ বল মোকাবেলা করে ২২টি চারের সাহায্যে অপরাজিত এই ইনিংসটি খেলেন। রডারিক ছাড়াও পোলক (৫৪),বার্নার্ড (৭৫)এবং জো লিচ (৮৭)হাফ সেঞ্চুরি করেন।
আরও পড়ুন… আফগানদের বিরুদ্ধে গোল্ডেন ডাক ব🅠াবর, ‘বিরাট’ রোগ ধরছে বলে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ
ওরচেস্টারশায়ারের এই স্কোরের সামনে সমস্যায় দেখা꧃ যাচ্ছে গ্ল্যামারগানের দলকে। তৃতীয় দিনের খেলা শেষে ৮ উইকেট হারিয়ে ২৪১ রান করেছে গ্ল্যামারগান। তারা এখনও ওরচেস্টারশায়ার থেকে ২১৩রান পিছিয়ে রয়েছ। শুভমন গিল ছাড়াও গ্ল্যামরগানের হয়ে এডওয়ার্ড বায়রম ৬৭ রানে হাফ সেঞ্চুরি ইনিং খেলেন।
আরও পড়ুন… ভিডিয়ো: ম্যাচ শেষে গ্যালারিতে পাক-আফগান সমর্থকের মারামারি! সমালোচনায় শোয়েব আ♍খতার
তিন নম্বরে ব্যাট করতে নামা শুভমন গিল শুরু থেকেই ভালো ছন্দে ছিলেন। ৮৭ বলে ৬ চারের সাহায্যে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। গিল তার দুর্দান্ত ইনিংসের সময় বেশ কয়েকটি সুন্দর কভার ড্রাইভ সহ একটি দুর্দান্ত পুলꦉ শট খেলেন। তার ৯২রানের ইনিংস চলাকালীন,তিনি মোট ১৪৮টিবলের মোকাবেলা করেছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।