ব্যাট হাতে সকলের মন জয় করছেন ষষ্ঠ শ্রেণির ক্ষুদে। লাদাখের ছোট্ট মেয়ে মাকসুমা লাখো এখন সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলেছে। নিজের ব্যাটিং স্কিল দিয়ে মানুষের মন জয় করছে মাকসুমা। বিরাট কোহলির মতো হতে চায় সে। তার পছন্দের শট হল ধোনির হেলিকপ্টার শট। শনিবার ২০২২ মহিলা এশিয়া কাপ-এ শ্রীলঙ্কাকে হারিয়ে ভারতীয় মহিলা দল সপ্তমবারের মতো শিরোপা জিতেছে। ভারতীয় মহিলা দল বছরের পর বছর ধরে সাফল্যের একই পারফরম্যান্স করে🗹 চলেছে।
এর ফলস্বরূপ ভারতীয় মহিলা দল কꦐ্রিকেটের মর্যাদা বৃদ্ধি করেছে এবং অনেক তরুণ খেলোয়াড় মহিলা ক্রিকেট দলে জায়গা করে নিতে এ✃গিয়ে এসেছে। মহিলা ক্রিকেটারদের পাশাপাশি পুরুষ খেলোয়াড়দেরও প্রচুর ফ্যান ফলোয়িং আছে এবং ছোট বাচ্চারাও তাদের মতো হতে চায়।
আরও পড়ুন… ‘সূর্য ওঠে, আবার রা♔ত হয়, মাঝে বৃষ্টি আসে,’ স෴ৌরভ প্রসঙ্গে নীরবতা ভাঙলেন ডোনা
সোশ্যাল মিডিয়ায় আপনি নিশ্চয়ই অনেকবার দেখেছেন যে ছোট বাচ্চাদের দুর্দান্ত শট খেলার একটি ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। যেখানে মানুষ তাদের মধ্যে পরবর্তী তারকা খেলোয়াড়দের দেখতে পায়। এমনই একটি ভিডিয়ো বরꩲ্তমানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে। লাদাখের একটি ছোট্ট মেয়ের শট মারার ভিডিয়ো ভাইরাল হচ্ছে। নেটিজেনরা এই ভিডিয়োটি বেশ পছন্দ করছেন। মানুষ ছোট্ট মেয়েটির শট দেখে বেশ অবাক হয়েছেন।
ভারতের মতো দেশে যেখানে লক্ষ লক্ষ মানুষ দেশের হয়ে খেলার স্বপ্ন দেখেন, সেখানে মাত্র কয়েকজন দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পায়। ভিডিয়োতে দেখা যাচ্ছে, লাদাখের এক স্কুল ছাত্রী ব্যাট হাতে দৌড়াচ্ছে এবং দুর্দান্ত শট খেলে নিজের দলের হয়ে রান করছেন। ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশন লাদাখ তাঁর টুইটার হ্যান্ডেলে শেয়ার করা একটি ভিডিয়োতে,ষষ্ঠ শ্রেণির ছাত্রী মাকসুমাকে ব্যাটিং করতে দেখা যাচ্ছে। ছো🎶ট্ট মেয়েটির যোগ্যতা ও দক্ষতা দেখে মানুষ সোশ্যাল মিডিয়ায় তার প্রশংসা করছেন। মাকসুমা,ষষ্ঠ শ্রেণির ছাত্রী বড় হয়েভারতের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলির মতো হতে চায়।
আরও পড়ুন… ܫ৩ ওভারে দিলেন ৫/৩! শ্রীলঙ্কার কোমর ভেঙে দিয়ে কী বললেন ফাই🥃নালের সেরা রেণুকা সিং?
ভিডিয়োতে মাকসুমা বলেছেন,‘বাড়িতে আমার বাবা এবং স্কুলে আমার শিক্ষক আমাকে ক্রিকেট খেলতে উৎসাহিত ꦦকরেন।’ মাকসুমা বলেছিলেন যে তিনি বিরাট কোহলির মতো খেলার জন্য সর্বাত্মক চেষ্টা করবেন। ম𒉰াকসুমা আরও বলেন,‘ছোটবেলা থেকেই খেলছি। আমি এখনও শিখছি, বিশেষ করে কিভাবে হেলিকপ্টার শট খেলতে হয়। আমরা দ্বিতীয় রান নেওয়ার পরে ক্লান্ত হয়ে পড়ি এবং অন্যের জন্য দৌড়ানোর মতো মনে করি না। আমার প্রিয় ক্রিকেটার বিরাট কোহলি এবং আমি তার মতো হতে চাই।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।