এই মুহূর্তে স্বপ্নের ফর্মে রয়েছেন প্রাক্তন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে গত ম্যাচে অর্ধশতরান করেন তিনি। এই ম্যাচেও সেই ফর্ম বজায় রাখলেন তিনি। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৩৪ বলে ৫০ রান করলেন তিনি। বিরাটের ঝুলিতে রয়েছে ৬টি বাউন্ডারি এবং ১টি ওভার বাউন্ডারি।
একটা সময় এই বিরাট কোহলিকেই অনেক সমালোচনা এবং প্রশ্নের মুখে পড়তে হয়েছে। তাঁর অফফর্ম নিয়ে অনেকেই অনেক কথা বলেছেন। অধিনায়কত্বও ছাড়তে হয়েছে তাঁকে। কিন্তু গত বছর এশিয়া কাপের পর তাঁকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। টি-টোয়েন্টিতে পেয়েছেন শতরানও। এরপর অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। পাশাপাশি একাধিক সিরিজে দুর্দান্ত পারফরম্য়ান্স করে সমালোচকদের যোগ্য জবাব দিয়েছেন তিনি।
আইপিএলেও দুর্দান্ত পারফরম্যান্স করে চলেছেন বিরাট। এদিন দিল্লির বিরুদ্ধে ম্যাচের সেরাও হয়েছেন প্রাক্তন অধিনায়ক। ম্যাচের সেরা হলেও ভুল শটে আউট হওয়ায় আক্ষেপের সুর বিরাটের গলায়। ম্যাচ শেষে ভিকে বলেন, 'রান করতে সব সময় ভালো লাগে। তার মধ্যেও অনেক কিছু ভুল থেকে যায়। আমি যে বলে আউট হয়েছি, তা একেবারেই ভালো শট ছিল না। ফুলটস বলে আমি আউট হয়েছি। মোটেই ভালো শট ছিল না। তবে যে কোনও ম্যাচেই বড় রান দলকে অনেকটা ভালো জায়গায় এগিয়ে নিয়ে যায়। তবে আমি যেভাবে প্রতিবার খেলি, এই ম্য়াচেও সেই ভাবেই খেলে গিয়েছি। আমি পরিকল্পনা করি পরের ১০-১২ বলে আমাকে ৩০-৩৫ রান করতে হবে। এই ভাবেই রান এগিয়ে নিয়ে যাই। এটা শুধুমাত্র এই ম্যাচে নয়। এর আগেও যখন আমরা ২০০ রান করেছি, তখনও এই ভাবেই এগিয়ে গিয়েছি। দলের জন্য এবং নিজের জন্য একই পরিকল্পনা করে এগিয়ে যাই।'
এখানেই থেমে থাকেননি বিরাট। এই ম্যাচে বল করতে নামার আগে সতীর্থদের ঠিক কী বলেছেন তাও সামনে এনেছেন তিনি। বিরাট বলেন, 'এই ম্যাচে আমরা ব্যাট করতে নেমে ১৭৪ রান সংগ্রহ করি। যা এই পিচে ম্যাচ জেতার জন্য যথেষ্ট রান। ড্রেসিংরুমে আমি দলের সব ক্রিকেটারকেই তা বলেছি। সেই সঙ্গে এটাও বলেছি, বিপক্ষ দল যাই হোক না কেন, আমাদের ভালো করে বল করতে হবে। এটা এমনিতেই স্লো পিচ। ফলে পরের দিকে ব্যাটারদের জন্য কিছুটা হলেও কঠিন হয়ে যায়। কুলদীপও উইকেট পেয়েছে ম্য়াচের শেষের দিকে এসে। ওর বল থমকে আসছিল। তবে আমাদের টার্গেট ছিল, বিপক্ষ দলের বোলারদের চাপে রাখা। আমরা তা করতে পেরেছি। আমাদের ব্যাটাররা খুব ভালো পারফরম্যান্স করেছে। আমাদের বোলাররাও লড়াই করেছে। বিজয়কুমারও খুব ভালো বল করেছে। শেষ দুই ম্যাচে আমরা যেভাবে হারের মুখ দেখেছি। এই ম্যাচে ফিরে আসাটা খুবই প্রয়োজন ছিল। আর আমরা তা করতে পেরেছি।'
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- http://pbv88-sv388.live/sports/ipl)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।