Covid-19: শুধু লকডাউনে কাজ হবে না, বলল WHO
খালি লকডাউনে কাজ হবে না, সাফ🦩 জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনাভাইরাস রোধে সু🌠নির্দিষ্ট পরিকল্পনা রাষ্ট্রগুলিকে রূপায়ণ করতে হবে বলে জানান হু এর ডিরেক্টর জেনারেল টেডরস আধানোম ঘেবরেইসাস। তিনি বলেন যে লোকজন ঘরের ভেতর থাকলে নিশ্চিত ভাবেই স্বাস্থ্যব্যবস্থার ওপর চাপ কম পড়বে। কিন্তু সুনির্দিষ্ট ভাবে করোনা মোকাবিলার নীতি থাকা অত্যন্ত প্রয়োজনীয়। অনেক দেশ ভাইরাস রোধে সঠিক পদক্ষেপ গ্রহণ করেনি বলেও অভিযোগ করেন তিনি। এখনও সময় আছে, কিন্তু খুব বেশি নেই, বলেও সাফ জানান তিনি। স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার খাতে মাস্ক, দস্তানা, গাউন ইত্যাদি প্রয়োজনের থেকে অনেক কম মজুত বলেও জানান তিনি। এদিন অবশ্য ভারতের প্রশংসা করেন তিনি। ভারত যেভাবে রোগটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে তা প্রশংসাযোগ্য বলে জানান তিনি। ভারতে করোনায় আক্রান্ত আপাতত ৬৪৯। কিন্তু সারা দেশে লকডাউন। প্রাথমিক অবস্থাতেই ভারত এত বড় পদক্ষেপ নেওয়ায় বাহবা কুড়িয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার।