বাংলা নিউজ >
দেখতেই হবে >
Jaganmohan Reddy injured: প্রচারের মাঝে আহত অন্ধ্রের CM জগনমোহন রেড্ডি, ভিড় থেকে ছোড়া পাথর লাগল কপালে
Updated: 13 Apr 2024, 11:03 PM IST
Sritama Mitra
অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় বাস-টুর করে রোড শো করছিলেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি। রাতের অন্ধকারে চলছিল প্রচার। তখনই তাঁর মুখে এসে পড়ে পাথর। পাথর ছোড়ার ঘটনায় আহত হয়ে কপালে আঘাত পান জগনমোহন। চোখের ঠিক উপরে তাঁর আঘাত লাগে। তাঁর দল YSRCP এই ঘটনায় বিরোধী তেলুগু দেশম পার্টি ও তাঁর নেতা চন্দ্রবাবু নাইডুর বিরুদ্ধে অভিযোগ তুলছে।