শপথগ্রহণ বাবুল-সহ মমতার মন্ত্রিসভার ৮ নয়া মুখের, ভাবমূর্তি পালটাবে?
ভাবমূর্তি পালটাতে মন্ত্রিসভায় আট নয়া মুখ আনলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ পূর্ণমন্ত্রী হিসেবে পাঁচজন শপথগ্রহণ করেন প্রদীপ্ত মজুমদার, বাবুল সুপ্রিয়, স্নেহাশিস চক্রবর্তী, পার্থ ভৌমিক এবং উদয়ন গুহ। প্রতিমন্ত্রী হলেন তাজমুল হোসেন এবং সত্যজিৎ বর্মণ। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন বীরবাহা হাঁসদা এবং বিপ্লব রায়চৌধুরী। বীরবাহা প্রতিমন্ত্রী ছিলেন। 'প্রোমোশন' পেলেন তিনি।