'তৃণমূলের থেকে বিজেপিকে ভোট দেওয়া ভালো', অধীরের ‘কথা’ নিয়ে আক্রমণে TMC
Updated: 01 May 2024, 11:24 PM IST লেখক Ayan Das ‘তৃণমূলকে ভোট দেওয়া মানে, তার থেকে ভালো বিজেপিকে ভোট দিয়ে জেতানো।’ অধীর চৌধুরী এমনই কথা বলেছেন বলে দাবি করল তৃণমূল কংগ্রেস। সেই সংক্রান্ত একটি ভিডিয়োও প্রকাশ করেছে তৃণমূল। সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। কংগ্রেসের অবশ্য দাবি, ভিডিয়োটি বিকৃত করা হয়েছে। যদিও তৃণমূল দাবি করেছে যে বাংলায় বিজেপির বি টিম হিসেবে কাজ করছে কংগ্রেস। বিস্তারিত দেখুন ভিডিয়োয় -