বাংলা নিউজ >
দেখতেই হবে >
Video: টেবিল-ঘড়ি তো নয়, যেন গয়না! ২৭০৫ টি মূল্যবান রত্ন দিয়ে তৈরি হয়েছে এটি
Updated: 19 Apr 2022, 09:48 PM IST
লেখক Sritama Mitra
গাছের ডালে বসে রয়েছে জলপরী। সোনার চেন ধরে এগিয়ে চল... more
গাছের ডালে বসে রয়েছে জলপরী। সোনার চেন ধরে এগিয়ে চলেছে বেড়াল। ঠিক যেন কবিতা। আলেকজান্ডার পুশকিনের কবিতা 'রুসলান ও লিউদমিলা' যেন মূর্ত হয়ে উঠেছে এই ঘড়ির প্রতিটি অঙ্গে। গত পাঁচ বছর ধরে এর কারিগর শিল্পী কনস্টানটিন ও ফাজুলজিয়ানভ এই ঘড়ি নিজের হাতে একটু একটু করে তৈরি করেছেন। ঘড়ি রাখা রয়েছে মস্কোর মিউজিয়ামে। এর ধাতব অংশকে গহনার চমক দেওয়া হয়েছে। ২৭০৫ টি মূল্যবান রত্ন দিয়ে তৈরি হয়েছে ঘড়ি। প্রায় ৪০ জন কারিগর মিলে এই গোটা পর্ব সমাপ্ত করা হয়েছে। নির্মাতারা বলছেন প্রথমে এই ঘড়ি রিস্ট ওয়াচ হিসাবে বানানো হবে ঠিক হয়েছিল। কিন্তু এত সুক্ষ্ম কাজ কীভাবে হাত ঘড়িতে করা যায়, তা ভেবেই পাল্টানো হয় পরিকল্পনা। আর উঠে আসে এক অনন্য শিল্পকীর্তি।