বাংলা নিউজ >
দেখতেই হবে > 'সন্তানই আসল পরশপাথর', সোনার কেল্লায় যকের ধনের ট্রেলার লঞ্চে অপকট গৌরব-কোয়েল-পরম
'সন্তানই আসল পরশপাথর', সোনার কেল্লায় যকের ধনের ট্রেলার লঞ্চে অপকট গৌরব-কোয়েল-পরম
Updated: 17 May 2025, 04:24 PM IST Sayani Rana আসছে 'সোনার কেল্লায় যকের ধন'। মে মাসের একদম শেষে অর্থাৎ ৩০ মে মুক্তি পেতে চলেছে এই ছবি। তার আগে এদিন প্রকাশ্যে এল ছবির ট্রেলার। শুক্রবার হয়ে গেল ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠান। কোয়েল মল্লিক, পরমব্রত চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তীকে ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে। এদিনের অনুষ্ঠানে তাঁরাও উপস্থিত ছিলেন। ছবি প্রসঙ্গে নানা কথা ভাগ করে নেন তাঁরা। বিস্তারিত দ꧙েখে নিন ভিডিয়োয়।