আর শুধু দিন গোনার অপেক্ষা। তারপরেই বর্ষ শেষের সেরা উৎসব ক্রিসমাস পালিত হবে ঘরে ঘরে।
ক্রিসমাস বাঙালির উৎসব না হলেও এই দিনটি আনন্দে মেতে থাকেন সকলে
ক্রিসমাসের ছুটিতে অতিথিদের আপ্যায়ন করতে বাড়িতেই বানিয়ে ফেলুন এই ৬ ডেজার্ট
Enter text Here
চকলেট ইউল লগ: গাছের গুঁড়ির আকারে তৈরি এই অসামান্য চকলেট ডেজার্ট আপনি বাড়িতেই তৈরি করতে পারেন সহজে
জিনজার ব্রেড কুকিস: এটি যেমন খেতে সুস্বাদু তেমন স্বাস্থ্যকরও বটে। বিভিন্ন সাইজের এবং আকারের এই কুকিং বাচ্চাদের ভীষণ পছন্দের
মিনি ফ্রুট টার্ট : এটি এমন একটি পেস্ট্রি যার মধ্যে থাকে কাস্টার্ড। পেস্ট্রিটি সাজানো হয় রংবেরঙের ফল দিয়ে। আপনি স্ট্রবেরি বা অন্য ফল বেছে নিতে পারেন।
পেপারমিন্ট বার্ক: চকলেট এবং পেপারমিন্টের আস্তরণ দিয়ে তৈরি এই ক্যান্ডি খুব সহজে বাড়িতে তৈরি করে নেওয়া যায়। শুধু শিশুদের কেন, এটি কিন্তু আপনি দিতে পারেন আপনার প্রিয়জনকেও।
এগনগ ট্রিফ্লে: ক্রিম, এগনগ দিয়ে তৈরি স্পঞ্জ কেক আপনি যদি একবার খান তাহলে বারবার খেতে ইচ্ছা করবে। এই ক্রিমি ডেজার্টটি আপনার জিভে জল আনবেই।
ক্র্যানবেরি ব্লিস বার: সুস্বাদু এবং কৃমি এই ডেজার্টটি ক্রিসমাসের উৎসবের জন্য একেবারে যথাযথ।