By Priyanka Mukherjee
Published 14 Dec, 2023
Hindustan Times
Bangla
আলিয়ার উপর ফুলবৃষ্টি! BFF-এর প্রাক-বিয়ের আসরে মধ্যমণি রাহার মা
হাজারো ব্যস্ততার মাঝেও পুরোনো সম্পর্কগুলো সযত্নে আগলে রাখেন আলিয়া। প্রিয় বান্ধবী দিশার মেহেন্দির অনুষ্ঠানে সামিল অভিনেত্রী
বান্ধবীর প্রাক-বিয়ের অনুষ্ঠানে গোলাপি রঙা কুর্তা সেটে পাওয়া গেল আলিয়াকে। নজর কাড়ল তাঁর সবুজ কানের দুল
নাচে-গানে-আড্ডায় জমে উঠেছিল মেহেন্দির আসর। টুকরো ঝলক শেয়ার করে আলিয়া লেখেন- 'কনের বান্ধবীরা,আর অনেক ভালোবাসা'
বান্ধবীদের সঙ্গে হই-হুল্লোড় করেই কাটল আলিয়ার দিন
২০২৩ আলিয়ার কেরিয়ারের অন্যতম সেরা বছর
এই বছর আলিয়ার একমাত্র রিলিজ রকি অউর রানি কি প্রেম কাহানি বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে
রাহাকে সামলানোর পাশাপাশি নিজের কেরিয়ারও সমানতালে ব্যালেন্স করছেন আলিয়া।
এই মুহূর্তে জিগরার শ্যুটিংয়ে ব্যস্ত আলিয়া। যা পরিচালনার দায়িত্বে রয়েছেন ভাসান বালা।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন
caco88