Hindustan Times
Bangla

ঝগড়া-বিবাদে আপনিও বিরক্ত? ঘরে এই জিনিস রাখলেই কাটবে বাস্তু দোষ। 

তুলসী গাছ: তুলসী গাছ ঘরের নেতিবাচক শক্তি দূর করে এবং ইতিবাচকতা বৃদ্ধি করে। 

এটি উত্তর-পূর্ব দিকে রাখা শুভ বলে মনে করা হয়। 

প্রতিদিন জল দিলে আপনার জীবনে নতুন শক্তি আসবে এবং পরিবারে সুখ বজায় থাকবে।

জল ভর্তি পাত্র: তামা বা পিতলের পাত্র জল ভর্তি রাখলে ঘরে শান্তি ও সমৃদ্ধি আসে। 

বাড়ির উত্তর-পূর্ব কোণে এটি রাখা শুভ বলে মনে করা হয়।

পঞ্চমুখী হনুমান ছবি: প্রধান দরজায় পঞ্চমুখী হনুমান জির ছবি রাখলে অশুভ দৃষ্টি এবং নেতিবাচক শক্তি দূর হয়। 

এটি দক্ষিণ দিকে রাখা শুভ। ঘরে হনুমানজির ছবি রাখলে সুখ-শান্তি আসে।

caco88