ANI-20241029433-0
Hindustan Times
Bangla

ICC Ranking: তিনে মন্ধনা, সেরা দশের বাইরেই হরমনপ্রীত, ভারতীয়দের T20I ব়্যাঙ্কিংয়ে চোখ রাখুন

Hindustan Bangla Logo

আইসিসির সদ্য প্রকাশিত T20I ব্যাটারদের তালিকায় ভারতের মহিলা তারকাদের কে কত নম্বরে রয়েছেন?

স্মৃতি মন্ধনা মহিলা টি-২০ ব্যাটারদের তালিকায় আগের মতোই ৩ নম্বরে রয়েছেন।

হরমনপ্রীত কৌর মহিলা টি-২০ ব্যাটারদের তালিকায় যুগ্মভাবে ১১ নম্বরে রয়েছেন।

জেমিমা রডরিগেজ ১ ধাপ পিছিয়ে ১৫ নম্বরে অবস্থান করছেন।

শেফালি বর্মা ১ ধাপ পিছিয়ে ১৬ নম্বরে চলে গিয়েছেন।

রিচা ঘোষ ১ ধাপ পিছিয়ে ২৫ নম্বরে অবস্থান করছেন।

দীপ্তি শর্মা ২ ধাপ পিছিয়ে ৩৫ নম্বরে রয়েছেন।

caco88