Hindustan Times
Bangla

স্বাধীনতা দিবসের আগে শ্রীনগর বিমানঘাঁটিতে মিগ-২৯ ফাইটার 

স্বাধীনতা দিবসের আগে শ্রীনগরের বিমানঘাঁটিতে এবার মিগ ২৯ ফাইটার মোতায়েনের সিদ্ধান্ত নিল প্রতিরক্ষা মন্ত্রক। 

পাকিস্তান ও চিন সীমান্ত ঘিরে একচুলও ছাড় দিতে নারাজ দিল্লি! আর সেই অবস্থান থেকেই মিগ-২৯ মোতায়েনের সিদ্ধান্ত। একদিকে লাদাখ সীমান্তে চিনের আগ্রাসী মনোভাব, অন্যদিকে, পাক সীমান্তে থাকা কাশ্মীরের নিরাপত্তা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।

এতদিন পর্যন্ত কাশ্মীর সীমান্ত এলাকায় নজরদারি চালাতে মিগ-২১ যুদ্ধবিমান মোতায়েন করা ছিল। তবে, বর্তমানে সেই জায়গায় আসছে মিগ-২৯।

উল্লেখ্য, 'ডিফেন্ডার্স অফ দ্য নর্থ' নামে পরিচিত এই ' ট্রাইডেন্টস স্কোয়াড্রন'  মিগ-২১ কে সরিয়ে দিয়েছে শ্রীনগর ঘাঁটিতে।

 এর আগে মিগ-২১ সাধারণত পাকিস্তান সীমান্ত ঘিরে নজর রাখত। তবে 'দুই দিকের শত্রু'র দিকে নজর রাখতেই মিগ-২৯।

জানা গিয়েছে কাশ্মীর সীমান্তে একঝাঁক আপগ্রেডেড মিগ-২৯ মোতায়েন করা হয়েছে। 

তবে কাশ্মীরের নিরাপত্তায় মিগ ২১ এর গুরুত্বও অপরিসীম। ২০১৯ সালে বালাকোট এয়ারস্ট্রাইকের পর পাক সীমান্ত থেকে আসা এফ-১৬কে স্ট্রাইক করতে ছাড়েনি মিগ-২১।

caco88