Hindustan Times
Bangla

দুই হিন্দু স্ত্রী ছিলেন ঔরঙ্গজেবের, জেনে নিন তাঁদের পরিচয়

Hindustan Bangla Logo

ভারতীয় মুঘল ইতিহাসে নিষ্ঠুরতম শাসক হিসেবে পরিচিত ঔরঙ্গজেব। 

Hindustan Bangla Logo

জানা যায়, হিন্দুদের উপর অনেক অত্যাচার চালিয়েছিলেন। অনেক হিন্দু মন্দির ভেঙে দিয়েছিলেন। জোর করে অনেককে ইসলাম ধর্মান্তরিত করেছিলেন।  

Hindustan Bangla Logo

কিন্তু আপনি কি জানেন, ঔরঙ্গজেবের দুই হিন্দু স্ত্রী ছিলেন।

তাঁদের নাম ছিল নবাব বাই এবং উদয়পুরী।

ঔরঙ্গজেব যেমনই ছিলেন না কেন, জানা যায় তাঁর হিন্দু স্ত্রী উদয়পুরী সম্রাটকে খুব ভালোবাসতেন।

উদয়পুরী এতটাই ঔরঙ্গজেবকে ভালোবাসতেন, তিনি বলেছিলেন সম্রাট তার আগে মারা গেলে তিনি সতীদাহ করতে পছন্দ করবেন।

এই বিষয়টি ঔরঙ্গজেব নিজেও তাঁর ছেলেকে লেখা চিঠিতে প্রকাশ করেছিলেন।

কাকতলীয় বিষয়, ঔরঙ্গজেব এবং উদয়পুরী একই বছরে মারা যান। ১৭০৭ সালে ঔরঙ্গজেব মারা গেলে তাঁর স্ত্রী উদয়পুরী কয়েক মাস পর মারা যান।

caco88