Hindustan Times
Bangla

ডিভোর্স হচ্ছে নাকি? বিশেষ পোশাক পরে মোক্ষম উত্তর দিলেন নেহা কক্কর

বিয়ের তিন বছরও পার হয়নি। তার মধ্যেই স্বামী রোহনপ্রীত সিংয়ের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছে বলিউডের অন্যতম জনপ্রিয় গায়িকা নেহা কক্করের।

রোহনপ্রীতের সঙ্গে রোম্য়ান্টিক ছবি পোস্ট করে ডিভোর্সের জল্পনা আগেই উড়িয়ে দিয়েছেন নেহা।

এই বিশেষ পোশাক পরে নেটমাধ্যমের পাতায় ছবি পোস্ট করে ফের একবার ডিভোর্সের জল্পনা ওড়ালেন নেহা। 

নেহার এই শর্ট ড্রেসে স্বামী রোহপ্রীতের সঙ্গে রোম্যান্টিক ছবি প্রিন্ট করা

রোহনপ্রীতের ছবি প্রিন্ট করা পোশাক পরে নেহাকে দেখে মনে হচ্ছে দম্পতির মধ্যে সমস্ত কিছু যেন ঠিক রয়েছে

শুধু তাই নয়, সম্প্রতি নেহার এক মিউজিক কনসার্টের সময় রোহনপ্রীতও উপস্থিত ছিলেন সেখানে। দুজনকে একসঙ্গে পারফর্ম করতে দেখা গিয়েছে।

সম্প্রতি মুক্তি পেয়েছে নেহার নতুন গান 'ব্যালেন্সিয়াগা'

caco88