By Subhasmita Kanji
Published 12 May, 2025
Hindustan Times
Bangla
১২ মে পালিত হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। গৌতম বুদ্ধকে নিয়ে তৈরি হয়েছে একাধিক সিনেমা। আজকের দিনে দেখুন কোন কোন সিনেমা দেখা যায়।
এই তালিকায় প্রথমে রাখুন ১৯৭২ সালে মুক্তি পাওয়া সিদ্ধার্থ ছবিটিকে। মুখ্য ভূমিকায় আছেন শশী কাপুর, সিমি গারেওয়াল।
১৯৮০ সালে মুক্তি পাওয়া রাম গোপাল ভার্মার দ্য স্টোরি অব বুদ্ধাও দেখতে পারেন।
কবীর বেদির ১৯৮৯ সালে মুক্তি পাওয়া বুদ্ধ ছবিটিতেসিদ্ধার্থের মোক্ষ লাভের কথা দেখানো হয়েছে।
আল্লানি শ্রীধরের ২০০৮ সালের গৌতম বুদ্ধ ছবিতে বুদ্ধের জীবনের নানা ঘটনাকে তুলে ধরা হয়েছে।
এছাড়া তালিকায় রাখতে পারেন ২০০৭ সালের দ্য লাইফ অব বুদ্ধ।
বুদ্ধ ২: দ্য এন্ডলেস জার্নি ছবিটি যেটা ২০১৪ সালে মুক্তি পেয়েছিল সেটাও দেখতে পারেন এদিন।
২০১১ সালে মুক্তি পায় বুদ্ধ দ্য গ্রেট ডিপার্চার। এই ছবিটিও আজকের দিনে দেখা যায়।
আরও ওয়েব স্টোরিজের জন্য
আরও পড়ুন।
caco88