Hindustan Times
Bangla

পুরুলিয়া ছাড়াও আর কোথায় পাবেন আগুন-রঙা পলাশ?

বসন্ত মানেই বাঙালির পলাশ দেখার ভিড়। আর সবচেয়ে হট ডেস্টিনেশন নিঃসন্দেহে পুরুলিয়া। 

পুরুলিয়ার ভেটি গ্রামের পলাশের কথা তো অনেক শুনেছেন। তবে জানেন কি, বাঁকুড়া, শান্তিনিকেতনও আছে ভরে ভরে পলাশ গাছ। এমনকী, বাড়ির কাছের বেলুড়েও। 

বাঁকুড়ার সুতান ফরেস্টে আছে প্রচুর সংখ্যক পলাশ গাছ। মুকুটমণিপুর থেকে দূরত্ব প্রায় ৩২ কিলোমিটার। বসন্তে গোটা জঙ্গল যেন রঙিন হয়ে ওঠে। 

বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ের পাদদেশেও দেখা যায় শাল-সেগুন-শিমুল-পলাশ গাছের সারি। 

এছাড়াও বাঁকুড়ার জয়পুর ফরেস্টেও রয়েছে পলাশ গাছের সমারোহ। 

বাঁকুড়ার মুকুটমণিপুর ও রানিবাধ সংলগ্ন এলাকাতে গেলেও দেখতে পারবেন পলাশ ফুল।

এবার আসা যাক শান্তিনিকেতন প্রসঙ্গে। খোয়াই থেকে সামান্য এগোলেও পাবেন পলাশের সারি। 

অনেকেই জানেন না, বাড়ির কাছে বেলুড়েও রয়েছে পলাশ গাছের সমারোহ। 

বেলুড়ের পশ্চিম প্রান্তে রয়েছে ইএসআই হাসপাতাল। হাওড়া থেকে ট্রেনে বেলুড় স্টেশন। সেখান থেকে প্রায় ২ কিমি পশ্চিমে যেতে হবে সেখানে পৌঁছতে। 

এখানে ফাঁকা জায়গা জুড়ে কয়েক দশক আগে প্রচুর পলাশ বৃক্ষরোপণ হয়েছিল। সেগুলো রীতিমতো মহীরুহ হয়ে গড়ে তুলেছে পলাশ বন।

caco88