Hindustan Times
Bangla

কোন দেশে সবচেয়ে বেশি রয়েছেন হিন্দুরা? তালিকায় ভারত কত নম্বরে

Hindustan Bangla Logo

কোন দেশে হিন্দুদের সংখ্যা সবচেয়ে বেশি? জানেন কি?

Hindustan Bangla Logo

হিন্দুদের সংখ্যা নেহাত কম নয়। পৃথিবীর অন্যতম বড় ধর্ম হল হিন্দুধর্ম।

Hindustan Bangla Logo

খ্রিস্টধর্ম এবং ইসলামের পরে হলেও হিন্দুদের সংখ্যাও নেহাত কম নয়। 

কিন্তু কোন দেশের সবচেয়ে বেশি মানুষ হিন্দু? জানেন কি সেই কথা?

হিন্দুধর্মের মানুষের সংখ্যার নিরিখে ভারত হল এক নম্বরে থাকা দেশ। 

রিপোর্ট বলছে, ভারতে প্রায় ১০০ কোটি হিন্দুর বাস।

এর পরেই রয়েছে নেপাল। সেখানে প্রায় ২ কোটি ৮৬ লক্ষ হিন্দু।

যদিও মোট জনসংখ্যার ক্ষেত্রে শতাংশের নিরিখে ভারতের চেয়ে এগিয়ে আছে নেপাল। 

নেপালের মোট জনসংখ্যার ৮০ শতাংশ হিন্দু। ভারতের সেখানে ৭৮ শতাংশ হিন্দু। 

হিন্দু জনসংখ্যার নিরিখে তিন নম্বরে রয়েছে বাংলাদেশ। এখানে আছেন প্রায় ১ কোটি ৩৭ লক্ষ হিন্দু। 

তালিকায় চার নম্বরে রয়েছে ইন্দোনেশিয়া। এখানে আছেন প্রায় ৪২ লক্ষ হিন্দু। 

caco88