জ্যোতিষশাস্ত্রে প্রতিটি গ্রহের আলাদা মাহাত্ম্য রয়েছে। সময়ে সময়ে পাল্টে যায় গ্রহদের গতিবিধি। আর জ্যোতিষশাস্ত্রমতে নানা💜ন গ্রহের মধ্যে আলাদা করে জায়গা করে নেয় মঙ্গল ও সূর্যཧ। সূর্যকে গ্রহদের রাজা বলা হয়। আর মঙ্গল হলেন সেনাপতি। আর এই দুই গ্রহ, ক্রিসমাস ২০২৪ এ তৈরি করছেন এক বিশেষ যুতি।
বুধবার মঙ্গল আর সূর্য 🌟একে অপরের ১৫০ ডিগ্রি অবস্থানে থাকবেন। তারফলে বড়দিন ২০🅰২৪ এ অর্থাৎ ২৫ ডিসেম্বর ২০২৪ সালে তৈরি হবে এক বিশেষ যোগ। একে, প্রতিযুতি যোগ বলা হচ্ছে। যার ফলে কিছু কিছু রাশির ভাগ্যে আসতে পারে চমক। দেখা যাক, লাকি কারা।
মিথুন
এই সময় হঠাৎ করে আসতে পারে টাকা। ব্যবসায়ীদের জন্য এই সময় ভালো। ব্যবসার বিস্তার হবে। আপনার আটকে থাকা টাকা ফেরত আসবে। কর্মস্থলে দায়িত🐷্ব বাড়বে চাকরিরতদের। এর সঙ্গেই জমি, গাড়ি কেনার সুযোগ বাড়তে চলেছে। সূর্যদেবের প্রভাবে আপনার আত্মবিশ্বাসে হু হু করে বৃদ্ধি হবে।
বৃশ্চিক
সূর্য আর🤪 মঙ্গলের তৈরি প্রতিযুতি যোগ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জꦕন্য বেশ লাভদায়ক হতে চলেছে। আপনার আয়ে এই সময় ভালো লাভ হবে। কোনও ধার্মিক ও মাঙ্গলিক কাজে এই সময় অংশ নিতে পারবেন। দাম্পত্য জীবন দারুন কাটবে বিবাহিতদের। এই সময় দেশ বিদেশে কোথাও যাত্রা করতে পারেন। কোনও পেশাগত বিবাদ এবার কেটে যাবে। টাকা পয়সা পাওয়ার যোগ শুরু হবে।
কর্কট
এই সময় সম্পত্তি কেনাকাটার যোগ শুরু হবে। কর্কট রাশির জন্য সূর্য আর মঙ্গলের যোগ খুবই ভালো কাটবে। অবিবাহিতদের জন্য এই সময়কাল খুবই ভালো। সিঙ্গলদের জীবনে কেউ আসতে পারেন। এই সময় কারোর সঙ্গে সাক্ষাৎ হতে পারে। যা ভালো ফল দেবে🙈। আপনি টাকা সেভিং করার ক্ষেত্রে লাভবান হবেন। আপনার কোনও ভেবে রাখা প্রকল্প লাভ দিতে পারে। যাঁরা রোজগারের খোঁজ করছেন, তাঁরা লাভ পেতে পারেন।
(এই তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দ🃏ুস্তান টাইমস বাং🍎লা। )