আইপিএল ২০২৫ একদমই ভালো যায়নি মহেন্দ্র সিং ধোনি বা চেন্নাই সুপার কিংসের কাছে। ব্যাট হাতে এখনও ধোনি ২০০ রানের গণ্ডি টপকাতে পারেনি, আবার চেন্নাই সুপার কিংসও নিজেদের লাস্ট বয়ের স্থান থেকে ওপরে উঠতে পারেনি। রাজস্থান রয়্যালসের কাছে হারের পর এই নিয়ে দ্বিতীয়বার এক মরশুমে ১০টি ম্যাচে হারের নজির গড়ল সিএসকে। পাঁচবারের💯 আইপিএল চ্যাম্পিয়নদের কাছে যা অত্যন্ত লজ্জার বিষয়।
১৩ ইনিংসে মহেন্দ্র সিং ধোনির স্ট্রাইক রেট থেকেছে মাত্র ১৩৫, ফলে স্ট্রাইক রেটের দিক থেকে উঠতি প্রতিভাবান আয়ুষ মাত্রে বা বৈভব সূর্যবংশীদের থেকে অনেকটাই পিছিয়ে পড়েছেন মাহি। রাজস্থানের বিরুদ্ধে ২০ বলে ৪৩ রান করলেন চেন্নাইয়ের ১৭ বছর বয়সী আয়ুষ মাত্🐷রে, সেখানে ধোনি করেছেন ১৭ বলে ১৬ রান। ১৪ বছর বয়সী বৈভর সূর্যবংশী তো ব্যাট করতে নেমে ঝড় তুলে ৩৩ বলে ৫৭ রানের ইনিংস খেলেন।
বর্তমান প্রজন্মের ব্যাটারদের টি২০ খেলার স্টাইলের কথা মাথায় রেখেই এবার বৈভব-আয়ুষদের বড় বার্তা দিলেন মহেন্দ্র সিং ধোনি। টি২০তে ব্যাটিং মানে শুধুই পি꧟ঞ্চ হিটিং নয়, বরং ধারাবাহিকতাও এরই একটা অঙ্গ, বলছেন মাহি। পরিবর্ত হিসেবে আয়ুষ সিএসকেতে যোগ দেওয়ার পর তাঁর পারফরমেন্স এতটাই ভালো যে তাঁকে আর বসাতে পারছে না টিম ম্যানেজমেন্ট।
ধারাবাহিক হতে হবে ব্যাটারদের
মহেন্দ্র সিং ধোনি বলছেন, স্রেফ ছয় মারলেই বা ২০০র ওপর স্ট্রাইক রেট রাখলেই হবে না। তাঁর কথায়, ‘ওদেরকে আরও ধারাবাহিক হতে হবে। কিন্তু এটাও সত্যি যে☂ ২০০ স্ট্রাইক রেটে যদি রান করার টার্গেট রাখে তাহলে ধারাবাহিকতা দেখানো কঠিন। ওদের মধ্যে যে কোনও পরিস্থিতিতেই ছয় মারার ক্ষমতা রয়েছে। আমি একটা কথাই বলব, যখন প্রত্যাশার পারদ বাড়বে, তখন চাপ নিয়ে ফেলো না। বড়দের থেকে কোচিং স্টাফদের থেকে শেখার চেষ্টা করো, ম্যাচটা রিড করার চেষ্টা করো। এটাই আগামীর প্রজন্✤মের উঠতি ক্রিকেটারদের কাছে আমার পরামর্শ থাকবে ’।
রবিবার চেন্নাই সুপার কিংস দল এবারের আইপিএলে নিজেদের শেষ ম্যাচটি খেলবে দুরন্ত ফর্মে থাকা গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। সেই ম্যাচ জিতে অন্তত এবারের লিগ স্টেজটা ভালোয় ভালোয় শেষ করতে চাইবে মহেন্দ্র♊ সিং ধোনির দল। প্রসঙ্গত, পরের ম্যাচে ডেভন কনওয়ে𝓡কে সরিয়ে আবারও ওপেনিংয়ে আনা হতে পারে শাইক রশিদকেই।