জ্যোতিষশাস্ত্রে চন্দ্রের যেমন মাহাত্ম্য রয়েছে, তেমনই মাহাত্ম্য রয়েছে দেবগুরু বৃহস্পতির। দেবগুরু বৃহস্পতি আর চন্দ্রের এই যুতি বিভিন্ন দিক থেকে লাভ 🤡দেবে। ১২ বছর বাদে আগামী কিছুদিন পরই চন্দ্র আর গুরু বৃহস্পতিবার যোগ দেখা যাচ্ছে। তারফলেই তৈরি হবে গজকেশরী যোগ। জ্যোতিষশাস্ত্র অনুসারে, গজকেশরী যোগ তখনই তৈরি হবে, যখন গুরু আর চন্দ্র মিথুন রাশিতে প্রবেশ করবে। গজকেশরী যোগে বহু রাশির জাতক জাতিকারা লাভ পাবেন। দেখা যাক, কারা কারা লাকি হবেন।
মিথুন
আপনার কাজের গতি বাড়বে। কর্মক্ষেত্রে মিলবে সাফল্য। নতুন জ্ঞানপ্রাপ্তি হতে পারে এই সময়। সব ক্ষেত্রে আপনি লাভ পাবেন। এই সময় যে জ্ঞান প্রাপ্তি হবে, তা ভবিষ্যতে লাভ দেবে। বৈবাহিক জীবন আগের থেকে ভালো হবে। প্রেম জীবন আগের থেকে 🦩ভালো হবে। ধনবৃদ্ধি হতে পারে।
কন্যা
সাফল্যের দিশা দেখতে পাবেন ২০২৫ সালের মে মাসের পর থেকে। কেরিয়ারে বিপুল লাভ হবে। মনের মতো কোনও চাকরি পেতে পারেন। কেউ কেউ চাইলে নিজের ব্যবসা শুরু করতে পারেন। আর্থিক সমস্যাဣ কেটে যেতে পারে। প্♚রেমের সম্পর্ক আগের থেকে ভালো হতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যাঁরা চেষ্টা করছেন, তাঁরা পাবেন লাভ। আসন্ন সময় এঁদের জন্য ভালো।
ধনু
গজকেশরী যোগের ফলে ধনু রাশির জাতক জাতিকারা লাভ পাবেন। বৈবাহিক জীবনে অনেকেꦫই লভ পাবেন। কেউ কেউ থুব ভালো জীবনঙ্গীকে ✨পেয়ে যেতে পারেন। সামাজিক দিক থেকে আপনার পরিচিতি বাড়বে। কেরিয়ারে সাফল্য পাবেন। ধনধান্যে বৃদ্ধি হবে। মিডিয়া আর ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িতরা আলাদা লাভ পাবেন।
কুম্ভ
গজকেশরী যোগ আপনার জন্য শান্তি নিয়ে 🅺আসবে। পরিবারে, নানান ধরনের যে সমস্যা আসবে, তা শেষ হয়ে যাবে এবার। বাবা মায়ের সঙ্গে সময় আরও ভালো কাটবে। প্রেম জীবনে ভালো অদল বদল আসবে। প্রেমের ক্ষেত্রে যা হবে, তা ভালোর দিকে যাবে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে। টাকা পয়সা বাড়তে থাকবে।
কবে হবে এই গজকেশরী যোগ?
জ্যোতিষশাস্ত্র অনুসারে, আগামী ২০২৫ সালের ১২ ম💞ে গুরু আর🃏 চন্দ্র একইঙ্গে মিথুন রাশিতে আসতে আরম্ভ করবেন। যারফলে গজকেশরী যোগ তৈরির সম্ভাবনা তৈরি হবে। ২০২৫ সালের ১৪ মে পর্যন্ত গুরু, বৃষ রাশিতে থাকবে, তারপর তিনি আসবেন, মিথুনে। সেখানেই ১২ বছর পর গুরু আর চন্দ্র মিলিত হয়ে তৈরি হবে গজকেশরী যোগ।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। &☂nbsp;)