Mangal Vakri Jyotish: শনিবার বক্রী হতে চলেছেন মঙ্গল…ইচ্ছাপূরণ, প্রমোশনের শুভ যোগ বহু রাশির ভাগ্যে, লাকি কারা?
1 মিনিটে পড়ুন Updated: 05 Dec 2024, 05:57 PM IST৭ ডিসেম্বর ভোর ৫ টা ১ মিনিটে মঙ্গল কর্কটে বক্রী রূপে প্রবেশ করতে চলেছে।
৭ ডিসেম্বর ভোর ৫ টা ১ মিনিটে মঙ্গল কর্কটে বক্রী রূপে প্রবেশ করতে চলেছে।
জ্যোতিষশাস্ত্র অনুসারে মঙ্গলের আলাদা মাহাত্ম্য রয়েছে। সেই মঙ্গলই এবার বক্রী অবস্থায় এগোতে চলেছে। তারফলে বহু রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। বক্রী মঙ্গলের কৃপায় আর্থিক পরিস্থিতি অনেকেরই ভালো হয়। মঙ্গল যাঁদের কুণ্ডলীতে রয়েছে, তাঁদের কেরিয়ার আর আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো থাকতে চলেছে। আসন্ন ৭ ডিসেম্বর, শনিবারদিন মঙ্গল বক্রী চালে চলতে চলেছে। মঙ্গলের বক্রী চালে কী কী লাভ, বলে দিচ্ছে জ্যোতিষ গণনা
মঙ্গলবক্রীর সময়:- দৃক পঞ্চাঙ্গ অনুসারে ৭ ডিসেম্বর ভোর ৫ টা ১ মিনিটে মঙ্গল কর্কটে বক্রী রূপে প্রবেশ করতে চলেছে। আর এই অবস্থায় কর্কট ২৪ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত থাকবে। এরফলে কোন কোন রাশির জাতক জাতিকারা লাভ পাবেন? দেখে নিন।
কর্কট
এই সময় আপনার আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। কর্মস্থলে দারুন ভালো কাজ করবেন। বহু দিন ধরে যদি কোনও সমস্যা চলতে শুরু করে, তাহলে তা থেকে মুক্তি পাবেন। বাবা মায়ের থেকে আর্থিক কোনও মদত পাবেন। রোম্যান্টিক জীবনেও আনন্দ থাকবে। পার্টনারের সঙ্গে মজায় দিন কাটবে।