সোহেল দত্ত এবং তিয়াসা লেপচার প্রেম নিয়ে টলিপাড়ায় আলোচনার শেষ নেই। একে অপরের প্রেমে পড়লেও প্রথম দিকে তা নিয়ে মুখ খুলতে চাননি কেউই। তারপর আবার তাঁদের সম্পর্কের একসময় চিড়ও ধরেছিল। তবে সব ভুল বোঝাবুঝি এখন অতীত। খুল্লামখুল্লা প্রেম করছেন তাঁরা। সোহেল হাতে তিয়াসার রবার ব্যান্ড পরে ঘুরছেন। আর তা দেখেই নেটিজেনরা নানা কটূক্তি করলে, তাঁদের জবাব দিলেন তিয়াসা।
ঘটনা কী ঘটেছে?
এখন আর কোনও রাখঢাক নেই, অকপটেই নিজেদের সম্পর্কের প্রতিটা মুহূর্ত উদযাপন করছেন তিয়াসা-সোহেল। বুধবার নায়িকা তাঁর ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করেন। সেখানেই দেখা যায়। গাড়িতে তাঁরা দু'জন পাশাপাশি বসে। ফোনে কারুর সঙ্গে কথা বলতে ব্যস্ত সোহেল। আর তিয়াসা পাশ থেকে বসে তাঁর ভিডিয়ো করছেন। সেই ভিডিয়োটি স্টোরিতে দিয়ে সোহেলের হাতের কব্জির কাছটা বিশেষ করে পয়েন্ট করেন নায়িকা। কারণ সেখানে সোহেল তিয়াসার রবার ব্যান্ড পরেছিলেন। ভিডিয়ো শেয়ার করে অভিনেত্রী লেখেন, 'যখন কোনও পুরুষ প্রতিশ্রুতিবদ্ধ হয়, তখন আপনি তাঁর মধ্যে এই লক্ষণগুলো দেখতে পাবেন।'
আর তা দেখেই নেটিজেনেরা অনেকে বলছেন, 'যাঁরা নিজেদের প্রেমিকার ব্যান্ড হাতে পরে না, তাঁরা কি তা হলে কমিটেড নয়?' তবে নেটিজেনদের এই কথার উত্তরও দিয়েছেন তিয়াসা। আনন্দবাজার ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে নায়িকা বলেন, 'আমি সেই উদ্দেশে সে কথা লিখিনি। আসলে আমার মাথার ব্যান্ডটা খুলে রেখেছিলাম। সেটাই যাতে হারিয়ে না যায় ও নিজের হাতে বেঁধে রাখে। সেই ভাবেই মিটিংয়েও চলে গিয়েছিল। আমার বেশ ভাল লেগেছে। ও কতটা খেয়াল করে। তাই লিখেছি। তবে এটা কখনও বোঝাতে চাইনি যে যাঁরা এমনটা করে না, তাঁরা কমিটেড নন।'
আরও পড়ুন: হলুদে রং মিলান্তি! তিয়াসার সঙ্গী সোহেল, কোথায় গিয়েছিলেন জুটিতে
সোহেলকে বর্তমানে জি বাংলার জনপ্রিয় মেগা 'মিত্তির বাড়ি'তে দেখা যাচ্ছে। তাঁর বিপরীতে রয়েছে অনন্যা গুহ। অন্যদিকে, স্টার জলসার রোশনাই ধারাবাহিকে নাম ভূমিকায় দর্শকদের মন জয় করে বিয়েছেন তিয়াসা। নায়িকার বিপরীতে শন বন্দ্যোপাধ্যায়কে দেখা যাচ্ছে।