বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে চন্দ্রদেবই একমাত্র যিনি সবচেয়ে দ্রুত গতিতে চলেন। কোনও একটি রাশিতে তিনি প্রায় আড়াই দিন পর্যন্ত থাকেন। এরফলে কোনও না গ্রহের সঙ্গে চন্দ্রের যুতি হয়, বা দৃষ্টি পড়ে। যারফলে শুভ অশুভ রাজযোগ তৈরি হয়। এদিকে বৃহস্পতির দৃষ্টি চন্দ্রের উপর পড়তেই গজকেশরী যোগ নির্মাণ হবে। যার ফলে ৫৪ ঘণ্টা ধরে বিপুল লাভের অধিকারী হতে পারেন একাধিক রাশির জাতক জাতিকারা। লাকি কারা? কখন শুরু হচ্ছে এই যোগ?
বৃষ
এই সময় বৃষ রাশির জাতক জাতিকারা খুশি আনন্দে ভরে উঠবেন। গাড়ি, বাড়ি, সম্পত্তি কেনার স্বপ্ন পূরণ হতে পারে এই সময়। মানুষের অন্দরে নেতৃত্ব দেওয়ার ক্ষমতাও তৈরি হবে। কর্মস্থলে কোনও বড় দায়িত্ব পেতে পারেন। পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে।
মিথুন
এই রাশির চতুর্থভাবে তৈরি হবে রাজযোগ। এই রাশির জাতক জাতিকারা সুখ, সম্পত্তির মুখ দেখতে পাবেন। এই সময় বাড়ি বা ফ্ল্যাট কিনে ফেলার যোগ রয়েছে। মা বাবার সঙ্গে সময় ভালো কাটবে। স্বাস্থ্য ভালো থাকবে। জীবনে আসবে খুশি।
( Baloch Liberation Army:পাকিস্তানে ট্রেন হাইজ্যাকের নেপথ্যে বালুচ লিবারেশন আর্মি! এরা কারা? কী চায়? ১০ তথ্য একনজরে)
( Rohit Sharma Interesting facts: রোহিত শর্মা সম্পর্কে এই ১০ চমকপ্রদ তথ্যগুলি কি জানেন?)
সিংহ
আয়ের জন্য নতুন নতুন রাস্তা খুলে যাবে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে। ধনভাবে এই রাজযোগ তৈরি হবে। ফলে রোজগারের নতুন নতুন রাস্তা তৈরি হবে। জীবনে নানান রকমের খুশি আনন্দ আসতে পারে। শেয়ার মার্কেটে যদি টাকা লাগান, তাহলে তা থেকে পেতে পারেন সুখ। শারীরিক আর মানসিক সমস্যা থেকে পাবেন মুক্তি। দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা এই সময় হাতে পেতে পারেন। কোনও ইচ্ছাপূরণ হতে পারে এই সময়।