পাক চর আজাদ মল্লিকের স্ত্রীর মৃত্যু নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য। জানা গিয়েছে, ২০২২ সালে বিরাটির ভাড়াবাড়ি থেকে উদ্ধার হয়েছিল আজাদ মল্লিকের স্ত্রী সুচন্দ্রার মৃতদের। সেই ঘটনা নিয়ে মুখ খুলতে নারাজ সুচন্দ্রার পরিবার। প্রশ্ন উঠছে, আজাদের হুমকিতেই কি মেয়ের মৃত্যুর সুবিচারের দাবি করেননি তাঁরা।
পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের তদন্তে নেমে গত ২৮ এপ্রিল বিরাটি থেকে গ্রেফতার হন পাকিস্তানি নাগরিক আজাদ মল্লিক। জানা যায়, পাকিস্তান থেকে বাংলাদেশ হয়ে ভারতে অনুপ্রবেশ করেছিল সে। তদন্তে উঠে আসে, বাংলাদেশে এক স্ত্রী রয়েছেন আজাদের। ভারতে এসে ফের বিয়ে করে সে। স্ত্রীর পরিচয়পত্র ব্যবহার করে আধার, ভোটার, প্যান কার্ড তৈরি করে অভিযুক্ত। কিন্তু কে এই আদাজ মল্লিকের ভারতীয় স্ত্রী?
তদন্তে উঠে এসেছে, ভারতে স্থায়ী ভাবে বসবাস করতে ২০২০ সালে সুচন্দ্রা বিশ্বাস নামে এক মহিলাকে বিয়ে করেন তিনি। এর পর বিরাটিতে বাড়ি ভাড়া নিয়ে থাকা শুরু করে তারা। ২০২২ সালে একদিন হঠাৎ বাড়ি থেকে সুচন্দ্রার দগ্ধ মৃতদের উদ্ধার হয়। তবে কী করে সুচন্দ্রার মৃত্যু হল সেই রহস্যের এখনও কিনারা হয়নি।
তদন্তকারীদের অনুমান, ভারতীয় নথি তৈরি করতে পরিকল্পনামাফিক এক হিন্দু মহিলাকে বিয়ে করেন আজাদ। এর পর তাঁর নথি ব্যবহার করে ভারতীয় নথি তৈরি করেন তিনি। কাজ মিটে গেলে তাঁর কীর্তিকলাপ ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কায় সুচন্দ্রাকে খুন করেন আজাদ।
তবে এই ঘটনায় সুচন্দ্রার পরিবারের আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশ্ন উঠছে, মেয়ের অস্বাভাবিক মৃত্যু হলেও তদন্তের জন্য পুলিশকে কেন তদ্বির করলেন না তাঁরা? কেন বিষয়টি তাঁরা চেপে গেলেন? তবে কি আজাদ মল্লিক তাঁদেরও হুমকি দিয়েছিল?