জ্যোতিষশাস্ত্রমতে, কর্মফলদাতা শনিদেবের প্রভাব সমস্ত রকমের দিক থেকেই তাৎপর্যপূর্ণ। জ্যোতিষমতে সবচেয়ে বেশি ধীর গতিতে চলমান গ্রহ হল শনিদেব। প্রতিটি রাশিতে তিনি দ্বিতীয়বার আসতে ৩০ বছর সময় পার করেন। তাঁর ধীর চলনে বহু রাশির জীবনে প্রভাব পড়ে। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে পান। শনিদেব তাঁর রাশি পরবর্তনের সময় কখনও তামা, কখনও সোনা, রুপোর পায়ে প্রবেশ করেন রাশিতে। সদ্য মীন রাশিতে প্রবেশের ফলে কিছু রাশিতে তিনি রুপোর পায়ে করেছেন। ফলত বহু রাশি তার দ্বারা উপকৃত হচ্ছে। কারা লাভ পাবে, দেখে নিন।
কর্কট
কর্কট রাশিতে নবমভাবে অবস্থান করবেন শনিদেব। শনিদেবের কোনও খারাপ প্রভাব থেকে আপনারা মুক্তি পাবেন। দীর্ঘ দিন ধরে কোনও কাজ আটকে থাকলে তা এবার সম্পন্ন হবে। ধন সম্পত্তিতে তাড়াতাড়ি বৃদ্ধি হবে। কোনও সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। জীবনে আসতে পারে নানান আনন্দ। কোথাও যাত্রা করার সুযোগ থাকতে পারে। বিদেশে যাত্রা করতে পারেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যাঁরা তৈরি হচ্ছেন, তাঁরা এবার সুখবর পেতে পারেন। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে। ভবিষ্যতের জন্য কোনও সঞ্চয় করতে পারেন।
( গঙ্গাসপ্তমী ২০২৫র তিথি ৩ মে কখন থেকে শুরু? রয়েছে বহু দুর্লভ যোগ, স্নান, দানের শুভক্ষণ একনজরে)
( উঠল ভারত প্রসঙ্গ, ‘চিন্ময়ের জামিনও কি চাপে?.. ইন্টেরিম সাবধান!’ ইউনুসদের হুঁশিয়ারি হাসনাতের)
বৃশ্চিক
দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনও কাজ এবার শেষ হতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ এবার শেষ হবে। আপনার কোনও অপূর্ণ ইচ্ছা এবার পূর্ণ হতে পারে। এরই সঙ্গে বিলাসিতার সুখ প্রাপ্তি হবে। পরিবারের সঙ্গে ভালো সময় কাটতে পারে। চাকরিরত যাঁরা তাঁদের সময় ভালো কাটতে পারে। আপনার কাজের প্রশংসা হতে পারে। পদোন্নতির যোগ রয়েছে। সঞ্চয় করতে সফল হবেন। ব্যবসায় খুবই লাভ হবে। প্রেমের সম্পর্ক আগের থেকে ভালোর দিকে যাবে। সঙ্গীর সঙ্গে ভালো সময় কাটবে।
কুম্ভ
দীর্ঘ দিন ধরে চলা সমস্যা থেকে মুক্তি পাবেন। সদস্যদের মধ্যে মন খারাপ, মন কষাকষি হলে তা মিটে যাবে। কর্মক্ষেত্র ভালোর দিকে যেতে পারে। কর্মক্ষেত্রে আপনারা ভালো কিছু করতে পারেন। আপনার পরিস্থিতি ভালোর দিকে যাবে। যাঁঁরা চাকরির খোঁজ করছেন, তাঁরা পাবেন চাকরি। ব্যবসায় মুনাফার যোগ রয়েছে। ব্যবসায় কোনও সরকারি প্রজেক্টের ডিল আসতে পারে হাতে। জীবনে আসবে সুখ শান্তি। অববিবাহিতরা বিয়ের প্রস্তাব পাবেন। হঠাৎ করে ধনলাভ হতে পারে।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )
শনিদেবের অবস্থান
গত ২৯ মার্চ, ২০২৫ সালে মীন রাশিতে প্রবেশ করেছেন শনিদেব। রাত ১১ টা ১ মিনিট থেকে তিনি মীন রাশিতে প্রবেশ করেছেন। আর সেখানে তিনি ২০২৭ পর্যন্ত থাকবেন।