বাইকে করে যাওয়ার সময় দুর্ঘটনা। মৃত্যু হল বাইক চালকের। গুরুতর জখম হয়েছেন আরোহী। ঘটনাটি ঘটেছে গতকাল রাত ৯টা নাগাদ নদিয়ার শান্তিপুর গয়েশপুর পঞ্চায়েতের অন্তর্গত ইসলামপুর এলাকায়। আহত যুবকের নাম গাফফর ধাবু। মৃত যুবꦆকের পরিচয় এখনও জানা যায়নি।
সিগন্যাল ভেঙে একটি গাড়ি ধাকꦛ্কা মারল অপর একটি গাড়িকে, আহত ২ মহিলা সহ ৩
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে ইসলামপুরে র𝓀াস্তায় রক্তাক্ত অবস্থায় তাদের পড়ে থাকতে দেখেন পথচারীরা। খবর দেন স্থানীয় থানায়। পরে পুলিশ এসে দুই যুবককে উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে মৃত্যু হয় বাইক চালকের। জানা গিয়েছে, দুজনের বাড়ি সাহেবডাঙ্গা এলাকার উত্তরপাড়ায়। গাফফরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কল্যাণীর জহরলাল নেহেরু হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা। বর্তমানে সেখানে চিকিৎসা চলছে ওই যুবকের।
আহত যুবকের মামা আব্বাস আলি ধাব♛ু জানান, গতকাল রাতে এলাকারই একজনের সঙ্গে বাইকে যাচ্ছিল গাফফর। সে বাইকের পিছনে বসে ছিল। সেই সময় এই দুর্ঘটনা ঘটেছে। কীভাবে দুর্ঘটনা তা এখনও 𒁃জানা যায়নি। বর্তমানে গাফফরকে কল্যাণীর ওই হাসপাতালে চিকিৎসা করা হচ্ছে। গোটা বিষয়টি খতিয়ে দেখছে শান্তিপুর থানার পুলিশ।
অন্যদিকে, নিয়ন্ত্রণ হারিয়ে বাঁকুড়ার খাতড়া ব্লকের কুচিয়াড়া মোড়ের নয়ানজুলিতে উল্টে গেল 🌼যাত্রীবাসী বাস। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের। এরপরেই ঘটনাস্থলেই পথ অবরোধে নামেন এলাকার বাসিন্দারা। তারা রাস্তা সংস্কারের দাবি তোলেন।