অর্চনা পুরান সিং এবং পারমিত শেট্টি বিয়ে করেছেন প্রায় ৩০ বছর আগে। আর এবার এই বলি দম্পতির বিয়ে ভাঙার খবর সমনে আসছে। বলিউডে একের পর এক ডিভোর্সের খ🌃বর, তারই মাঝে অর্চনা-পরমিতের বিচ্ছেদ হতে পারে শুনেই, মাথায় হাত নেটপাড়ার। আর এবার দাম্পত্য কলহ নিয়ে জল্পনার মাঝে মুখ খুললেন অর্চনা নিজে।
অভিনেত্রী তাঁর ইউটিউব ভ্লগে, পরিবারকে পাশে নিয়েই দিলেন জবাব। ভিডিয়োর মাঝে অর্চনা তাঁর আর পরমিতের বৈবাহিক জ💧ীবন ♈নিয়ে অনুরাগীদের চিন্তার জবাব দেন। জানান যে, ভ্লগে দেখা যাওয়া ঝগড়াগুলো মোটেও আসল নয়, যা দেখেই উঠেছিল ডিভোর্সের গুঞ্জন।
তিনি বলেন, ‘কেউ একজন মন্তব্য করে বলেছেন, তার🧔া আমাদের মধ্যে (অর্চনা ও তাঁর স্বমীর মধ্যে) কিছুটা উত্তেজনা লক্ষ্য করেছেন। তাঁরা বলেছে যে, আমরা এত সুন্দর দম্পতি এবং আমাদের সম্পর্কের নষ্ট হলে, তাঁদের হৃদয় ভেঙে যাবে। আমি ব্য়াপারটা পরিষ্কার করে দেই, আমরা একে অপরের সঙ্গে তর্ক করি ঠিকই এবং নানা বিষয় িয়ে মতভেদও হয়, তবে আমাদের মধ্যে কোনও উত্তেজনা নেই... আর একটু ঝামেলা তো হবেই।’
ভিডিয়োতে দেখা যাচ্ছে যে অর্চনা আর পরমিত তাঁদের ২ ছ🐼েলে, আয়ুষ্মান ও আরিয়ামানকে নিয়ে মুম্বইয়ের নানা স্থানে বার্গার টেস্টিং অ্যাডভেঞ্চারে মেতেছেন।

অর্চনা এবং পারমিতের প্রেম ও বিয়ে:
অর্চনা এবং পরমিতের প্রথম দেখা হয়েছিল একটি পার্টিতে। আর প্রথম সাক্ষাতেই অর্চনার সৌন্দর্য ও ব্যবহর দেখে প্রেমে পড়েন পরমিত। প্রায় চার বছর ধরে লিভ-ইন সম্পর্কে ছিলেন দু'জনে। এরꩲপর ১৯৯২ সালের ৩০ জুন তাঁরা বিয়ে করে নেন। তবে বিয়ের খবরও প্রায় বছরচারেক লুকিয়ে রেখেছিলেন দুজন। পরমিতের ভয় ছিল, বিয়ের খবর জা𓃲নাজানি হলে, তা অর্চনার কেরিয়ারের জ্য খারাপ হবে। আয়ুষ্মান শেট্টি ও আরিয়ামান শেট্টি নামে দুই পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তাঁরা।
কাজের সূত্রে, অর্চনাকে শেষ দেখা গিয়েছিল নাদানিꦬয়া ছবি🍬তে। বিগত কয়েক বঠছর ধরেই তিনি কপিল শর্মা শো-র অবিচ্ছেদ্য অংশ। নেটফ্লিক্স শো দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো-তেও রয়েছেন অর্চনা।
অন্য দিকে, পরমিতকে দেখা যাওয়ার কথা ছিল আবির গুলাল সিনেমাতে, যা দিয়ে ফাওয়াদ খ💦ানের বলিউডে কামব্যাকের কথা ছিল। তবে ꧋২২ এপ্রিল পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর ভারতে ছবিটির মুক্তি স্থগিত করা হয়েছে।