বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Kanyashree University: শিল্যান্যাসের ৩ বছর পরেও শুরু হয়নি কন্যাশ্রী বিশ্ব বিদ্যালয়ের ভবন তৈরির কাজ
পরবর্তী খবর
Kanyashree University: শিল্যান্যাসের ৩ বছর পরেও শুরু হয়নি কন্যাশ্রী বিশ্ব বিদ্যালয়ের ভবন তৈরির কাজ
1 মিনিটে পড়ুন Updated: 09 Oct 2023, 08:32 AM ISTMD Aslam Hossain
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে ২০১৯ সালের ১০ জানুয়ারি এই বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস করেন। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর ২০২০ সাল থেকে এই বিশ্ববিদ্যালয় চালু হয়ে যায়। বর্তমানে কলেজের স্কুলের নতুন ভবনে প্রায় এক হাজার ছাত্রী ক্লাস করছেন।
কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের ভবন তৈরির কাজ এখনও শুরু হয়নি।
কৃষ্ণনগরের নদিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র মেয়েদের জন্য কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় তৈরির কথা ঘোষণা করেছিলেন। সেই মতো শিলান্যাসও হয়েছে। কিন্তু, তিন বছর পেরিয়ে যাওয়ার পরেও এখনও বিশ্ববিদ্যালয়ের ভবন তৈরির কাজ শুরুই হয়নি। ফলে বাধ্য হয়েই কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলে ক্লাস করতে হচ্ছে পড়ুয়াদের। তবে নিজস্ব ভবন না থাকায় অনিশ্চয়তার মুখে পড়েছেন পড়ুয়ারা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে ২০১৯ সালের ১০ জানুয়ারি এই বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস করেন। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর ২০২০ সাল থেকে এই বিশ্ববিদ্যালয় চালু হয়ে যায়। বর্তমানে কলেজের স্কুলের নতুন ভবনে প্রায় এক হাজার ছাত্রী ক্লাস করছেন। প্রথমে তাঁদের ক্লাস শুরু হয় কৃষ্ণনগর উইমেন্স কলেজে। কিন্তু, সেখানে সমস্যা হওয়ায় পরে কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলের নতুন ভবনে ক্লাস শুরু হয় পড়ুয়াদের। অন্যদিকে, কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের অধ্যক্ষের যে আবাসন রয়েছে সেটিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, ভবন তৈরির জন্য কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজে ৯ একর জমি দেওয়া হয়েছে। সেখানে প্রবেশপথ নির্মাণ করা হয়েছে। নির্মাণ কাজ বলতে শুধু এটুকুই হয়েছে, বাকি কিছু কাজ হয়নি। জানা গিয়েছে, এই ভবন তৈরির জন্য ২৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত সেই টাকা হাতে পাওয়া যায়নি পূর্ত দফতর। ঠিক হয়েছিল ২০২৩–২৪ অর্থবর্ষে তিনটি কিস্তিতে টাকা দেওয়া হবে। তারপর জানা যায়, কয়েক মাস আগে ভবন তৈরির জন্য প্রথম পর্যায়ে ৬ কোটি টাকা বরাদ্দ করেছে উচ্চশিক্ষা দফতর। কিন্তু সেই টাকা পাওয়া যায়নি বলে অভিযোগ উঠেছে। যার ফলে ভবনটি তৈরির কাজ করা যাচ্ছে না।