অধিনায়ক হিসেবে আইপিএল ২০২৫ মরশুমে পঞ্জাব কিংসকে পুরো বদলে দিয়েছেন শ্রেয়স আইয়ার। পাশাপাশি ব্যাট হাতেও দুরন্ত পারফরম্যান্স করেছেন তিনি। শ্রেয়সের পঞ্জাব ইতিমধ্যেই প্লে-অফে পৌঁছে গেছে এবং এখনও শীর্ষ দুইয়ে থাকার জন্য তারা লড়াই করছে। শনিবার (২৪ মে) দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধেও শ্রেয়স দলের প্রয়োজনের সময়ে উইকেট আঁকড়ে হাফসেঞ্চুরি হাঁকান। ২টি ছক্কা এবং পাঁচটি চারের হাত ধরে ৩৪ বলে ৫৩ রানের দুরন্ত ইনিংসও খেলেন তিনি।
আইপিএলে ব্যর্থ পন্ত সুযোগ পেলেও, ব্রাত্য থাকতে হয় শ্রেয়সকে, কেন?
দুরন্ত ছন্দে থাকার পরেও জাতীয় দলে শ্রেয়স আইয়ার ব্রাত্য। এদিকে লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক হিসেবে যেমন ঋষভ পন্ত ব্যর্থ হয়েছেন, তেমনই ক্রিকেটার হিসেবেও তিনি নিরাশ করেছেন, তার পরেও ইংল্যান্ড সফরের টিম সহ-অধিনায়ক ঘোষণা করা হয়েছে তাঁকে। কীসের ভিত্তিতে?
এদিকে শনিবারই ইংল্যান্ডে টেস্ট সিরিজের জন্য ভারতের ১৮ সদস্যের দল ঘোষণা করেছেন প্রধান নির্বাচক অজিত আগরকর। সেই দলে শ্রেয়সের জায়গা না হওয়া নিয়ে, চূড়ান্ত বিতর্ক চলছে। অথচ এই শ্রেয়সের হাত ধরেই ১১ বছরের মধ্যে প্রথম বারের মতো পিবিকেএসকে আইপিএলের প্লেঅফে উঠেছে। আইপিএল ২০২৫-এ শ্রেয়সের নিজের সংগ্রহ ১৩ ম্যাচে ৪৫০ রান। গড় ৫০.০০। স্ট্রাইকরেট ১৭৩.০৮। চারটি হাফসেঞ্চুরি রয়েছে তাঁর।
তবে এই সব নিয়ে না ভেবে শ্রেয়স নিজের কাজটুকু করে যেতে চান। তাঁর এখন পুরো ফোকার আইপিএলে। টসের সময়ে শ্রেয়স বলেন, ‘আমরা এখান থেকে গতি তৈরি করতে চাই। প্রত্যেকেই দলের জন্য পারফর্ম করছে। এখন অর্ধেক কাজ শেষ। বর্তমানে থাকা এবং সম্ভাব্য প্রতিটি সুযোগকে কাজে লাগানো গুরুত্বপূর্ণ।’
কেন বাদ পড়তে হল পঞ্জাবের অধিনায়ককে?
কেন শ্রেয়স বাদ দেওয়া হয়েছে, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। শ্রেয়স আইয়ারের বর্তমান ফর্ম দেখে মনে হচ্ছিল ইংল্যান্ড সফরের জন্য টেস্ট দলে জায়গা পেতে পারেন তিনি, কিন্তু তা হয়নি। যখন প্রধান নির্বাচক অজিত আগরকরকে জিজ্ঞেস করা হয়েছিল যে, কেন শ্রেয়স আইয়ারকে দলে জায়গা দেওয়া হয়নি, তখন তিনি স্পষ্ট ভাবে বলেন যে, শ্রেয়স ওয়ানডে সিরিজে ভারতের হয়ে ভালো পারফর্ম করেছেন এবং ঘরোয়া ক্রিকেটেও তিনি ভালো খেলেছেন, কিন্তু এই মুহূর্তে টেস্ট ক্রিকেটে তাঁর জন্য কোনও জায়গা নেই।
আরও পড়ুন: ভালো পারফরম্যান্স করার পরেও কেন বাদ শ্রেয়স? আগরকরের সাফ দাবি, ‘ওর কোন জায়গা নেই’
শ্রেয়স আইয়ারের বাদ পড়া নিয়ে আগরকর বলেন, ‘শ্রেয়স একদিনের সিরিজ ভালো খেলেছিল, ঘরোয়া ক্রিকেটেও ভালো খেলেছে, কিন্তু বর্তমানে টেস্ট ক্রিকেটে ওর জন্য জায়গা নেই।’ প্রসঙ্গত, ৩০ বছর বয়সী শ্রেয়স এখনও পর্যন্ত ভারতের হয়ে ১৪টি টেস্ট খেলেছেন এবং শেষ বার ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজে খেলেছিলেন। সিরিজের মাঝপথে তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছিল।