জলসা চলাকালীন বিকট শব্দে বিস্ফোরণ হয়। গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে যায়। আর তার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হল গ্যাস বেলুন বিক্রেতা মুচিরাম হালদারের। তখন রক্তাক্ত অবস্থায় ছিটকে পড়েন আরও বেশ কয়েকজন মানুষ। গোটা গ্রামে হুড়োহুড়ি পড়ে যায়। ছুটে এসে স্থানীয় মানুষরা উদ্ধার করে নিয়ে যান হাসপাতালে।
কয়েকজন আহত হয়েছেন।
জয়নগরে গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে মর্মান্তিক মৃত্যু হয়েছে চারজনের। এই ঘটনায় একদিকে আলোড়ন পড়ে গিয়েছে। অন্যদিকে শোকের আবহ তৈরি হয়েছে। এই সিলিন্ডার ফাটার জেরে বেশ কয়েকজন আহত হয়েছেন। তার মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদেরকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। কেমন করে দুর্ঘটনা ঘটল? খতিয়ে দেখছে জয়নগর–বকুলতলা থানার পুলিশ। মৃতদের মধ্যে এক কিশোর এবং গ্যাস বেলুন বিক্রেতাও রয়েছেন।
ঠিক কী ঘটেছে জয়নগরে? স্থানীয় সূত্রে খবর, রবিবার রাতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। জয়নগরের রাজাপুর–করাবেগ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাটরা গ্রামে রবিবার রাতে ধর্মীয় অনুষ্ঠান চলছিল। একইসঙ্গে চলছিল জলসাও। তাই সেখানে প্রচুর জনসমাগম হয়েছিল। এই পরিস্থিতিতে রাস্তার ধারে বিভিন্ন ধরনের দোকানও বসেছিল। তারই মধ্যে গ্যাস বেলুন বিক্রি করছিলেন মুচিরাম হালদার নামে এক ব্যক্তি। হঠাৎই সেই গ্যাস বেলুন ফোলানোর সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। আর তার জেরে চারজনের মৃত্যু হয়। আজ সোমবার সকাল থেকে শোকের ছায়া গোটা গ্রামে।